Daily Current Affairs in Bengali
March Month Current Affairs 2021
Daily Current Affairs 1 April
1) ওড়িশা দিবস পালন করা হয় 1 এপ্রিল।
2) 11 তম ভারত ও আমেরিকার সেনা অনুশীলন ‘বজ্র প্রহার 2021’ অনুষ্ঠিত হতে চলেছে হিমাচল প্রদেশের Bakloh তে ।
3) Anandam: The Center for Happiness. তৈরি হল আইআইএম জম্মুতে , (উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক)।
4) এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন হলো জম্মু-কাশ্মীরে , (প্রায় 30 হেক্টর জায়গার উপর , লেফটেন্যান্ট গভর্নর – মনোজ সিনহা)।
5) UNI – CARBON CARD লঞ্চ করল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , (হেডকোয়ার্টার – মুম্বাই, স্থাপনকাল – 1919, বর্তমান সিইও – রাজকিরণ রায় জি)
6) Maharaja Chhatrasal কনভেনশন সেন্টার তৈরি হলো মধ্যপ্রদেশের খাজুরাহোতে , (মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান , রাজ্যপাল – আনন্দিবেন প্যাটেল)।
7) 2021 সালের শেষে বিশ্বের প্রথম All – Civilian Mission লঞ্চ করতে চলেছে SpaceX ( Falcon 9 রকেট এর দ্বারা মানুষ পাঠানো হবে )।
8) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার , (AAI হেডকোয়ার্টার – নিউ দিল্লি , স্থাপনকাল – 1995)।
9) Delhi ISSF shooting World cup এ 15 টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থানে ভারত , (দ্বিতীয়স্থানে আমেরিকা , চারটি সোনা , তিনটি রুপা ও একটি ব্রোঞ্জ)।
10) International Transgender Day of Visibility পালন করা হয় 31 মার্চ , (এটি প্রথম পালন করা হয় 2009 সালে আমেরিকাতে)।
Daily Current Affairs 2 April
1) World autism awareness day পালন করা হয় 2 এপ্রিল , (প্রথম পালন করা হয়েছিল 2008 সালে)।
2) দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা রজনীকান্ত , (এর আগে তিনি পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ পেয়েছেন , তার মোট মুভির সংখ্যা 160)।
3) বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী 2021-22 সালে ভারতের GDP গ্রোথ হবে 10.1% , (বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর – ওয়াশিংটন ডিসি , সিইও – ক্রিস্টালিনা জর্জিয়েভা)।
4) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর নতুন সেক্রেটারী জেনারেল হিসেবে নিযুক্ত হলেন Agnes Callamard , (সদরদপ্তর – লন্ডন , ইউনাইটেড কিংডম) ।
5) সরস্বতী সম্মান 2020 পেতে চলেছেন মারাঠি লেখক শরণকুমার লিম্বালে , (তার লেখা বই এর নাম সনাতন) ।
6) বাহরিন গ্র্যান্ড প্রিক্স জিতলেন লুইস হ্যামিলটন , (দ্বিতীয় স্থানে Max Verstappen , তৃতীয় স্থানে V Bottas)।
7) সম্প্রতি বিহারে দুটি গ্রিন টাউন তৈরি হয়েছে , (গ্রিন টাউনটি তৈরি হয়েছে বিহারের বোধগয়া ও রাজগীরে)।
8) শক্তিশালী মিলিটারির তালিকায় বিশ্বের মধ্যে প্রথম স্থানে চীন , (দ্বিতীয় স্থানে – আমেরিকা , তৃতীয় স্থানে – রাশিয়া , ভারতের স্থান – চতুর্থ)।
9) পৃথিবীর প্রথম ওয়াটার নলেজ সেন্টার তৈরি হলো বিশাখাপত্তনমের ভাইজাগে।
10) ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অতীশ চন্দ্র , (FCI স্থাপনকাল – 1965 , হেডকোয়ার্টার – দিল্লি)।
Daily Current Affairs 3 April
1) ‘শান্তির অগ্রসেনা’ অনুশীলনে যোগ দিতে চলেছে ভারতীয় সেনা , (এই সেনা অনুশীলনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে)।
2) Echo এবং Biforst নামে সি কেবিল পাততে চলেছে ফেসবুক ও গুগোল একত্রে (যেটি যুক্ত করবে আমেরিকা , সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াকে) ।
3) WEF’s gender gap index 2021 এ 156 টি দেশের মধ্যে ভারতের স্থান 140 , (প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড , দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড)।
4) ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ONGC) নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সুভাষ কুমার, (হেডকোয়ার্টার-দিল্লি, স্থাপনকাল-1956)
5) Employees State Insurance Corporation (ESIC) এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন Mukhmeet S. Bhatia, (হেডকোয়াটার-নিউ দিল্লি)
6) দিল্লি – মিরাট এক্সপ্রেস ওয়ে চালু করা হলো 1 এপ্রিলে , (96 কিমি দীর্ঘ , টোটাল খরচ 8000 কোটি টাকা)।
7) Britannia industries এর অ্যাডিশনাল চার্জ হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন আর. বি. আই. গভর্নর উর্জিত প্যাটেল , (Overdraft saving the Indian saver বইটি উর্জিত প্যাটেল এর লেখা)।
8) ওড়িশার দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হল মহেন্দ্রগীরি , (প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ)।
9) AIM-PRIME লঞ্চ করল নীতি আয়োগ (AIM – অটল ইনোভেশন মিশন) ।
10) International Children’s Book Day পালন করা হয় 2 এপ্রিল (এই বছরের থিম – The music of words)।
Daily Current Affairs 4 April
1) আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় 4 এপ্রিল , (এই বছরের থিম Perseverance, Partnership, and Progress)।
2) Aces Meet 2021-1 মাল্টিন্যাশনাল বায়ু সেনা অনুশীলন অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্থানে, (অংশগ্রহণকারী দেশ সৌদি আরব, আমেরিকা, বাহরিণ, ইজিপ্ট, জর্ডান)।
3) মহিলাদের জন্য বাস ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে করে দিল পাঞ্জাব সরকার , (মুখ্যমন্ত্রী – অমরিন্দর সিং , রাজ্যপাল – ভিপি সিং বাদনর)।
4) ‘মুক্তিযোদ্ধা স্কলারশিপ’ স্কিমের আওতায় বাংলাদেশের 2000 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিল ভারত সরকার , (এটি লঞ্চ করা হয়েছিল 2017 সালে)।
5) ওয়েস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিনদার সিং।
6) নেপালের তরাই অঞ্চলের উন্নতির জন্য 800 কোটি টাকা দিল ভারত সরকার, (নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী)।
7) 2023 সালে মেনস বক্সিং ওয়ার্ল্ড চাম্পিয়নশীপ অনুষ্ঠিত হতে চলেছে উজবেকিস্তানের রাজধানীর তাসকেন্তে , (এটি 22 তম এডিশন)।
8) 100 মেগাওয়াটের ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি হলো তেলেঙ্গানার রামাগুন্ডমে , (ভারতের বৃহত্তম সোলার প্ল্যান্ট তৈরি হয়েছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর ড্যামে)।
9) বিশ্বে প্রথম কুকুর ও বিড়ালের জন্য কোভিড 19 ভ্যাকসিন আনল রাশিয়া , (ভ্যাকসিনটির নাম Carnivac-Cov)।
10) ‘MyNEP 2020’ প্লাটফর্ম লঞ্চ করল রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
Daily Current Affairs 5 April
1) ‘ডোর টু ডোর ব্যাগেজ ট্রান্সফার’ সার্ভিস চালু করল IndiGo, (এটি চালু হয়েছে দিল্লি এবং হায়দ্রাবাদে)।
2) নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি সম্প্রতি ইউরেনাস থেকে আসা এক্স রশ্মী ডিটেক্ট করল।
3) মার্চ মাসে ভারতের রপ্তানির হার 58.23% বৃদ্ধি পেয়েছে , প্রায় 34 বিলিয়ন ডলার , (এর আগের বছর মার্চ মাসে রপ্তানি হয়েছিল 21.39 বিলিয়ন ডলার)।
4) Sindhudurg জেলাকে বায়োডাইভারসিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার , (এটি পশ্চিমঘাটের অন্তর্গত)।
5) ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী Digvijaysinh Zala মারা গেলেন , (তিনি পরিবেশ মন্ত্রী ছিলেন 1982-84 সালে)।
6) ICC women’s World Cup 2022 এর অফিশিয়াল গান হল ‘গার্ল গ্যাং’ , (গানটি গেয়েছে নিউজিল্যান্ডের গায়িকা Gin Wigmore)।
7) L&T Tech Services এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে নিযুক্ত হলেন Amit Chadha , (হেডকোয়ার্টার – মুম্বাই)।
8) PESB এর নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন মল্লিকা শ্রীনিবাসন , (PESB – পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড)।
9) বজ্র পদার্থ সংগ্রহের জন্য 300 টি Swacch Auto Tipper ভেইকেলস এর উদ্বোধন করলো গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন।
10) AFC ওমেন এশিয়া কাপ 2022 অনুষ্ঠিত হতে চলেছে ভারতে।
Daily Current Affairs 6 April
1) International Day of sport for development and peace পালন করা হয় 6 এপ্রিল । (এই বছরের থিম #SportDay #OnlyTogether)।
2) টিউলিপ ফেস্টিভেল অনুষ্ঠিত হলো জম্মু-কাশ্মীরে , (উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা)।
3) UPI লেনদেনে শীর্ষে PhonePe, (সিইও-সমীর নিগম, হেডকোয়ার্টার-ব্যাঙ্গালোর)
4) Manohar Parrikar: Brilliant Mind, Simple Life নামে বইটি লিখলেন নীতিন গোখলে।
5) সাউথ এশিয়ান Wushu চ্যাম্পিয়নশীপে 70 কেজি বিভাগে জয়ী হলেন ভারতের Aniyan Midhun , (চ্যাম্পিয়নশীপটি অনুষ্ঠিত হল নেপালে)।
6) ‘Advanced Chaff Technology’ তৈরি করল ডিআরডিও , (এটি মিসাইলের আক্রমণ থেকে নৌজাহাজকে রক্ষা করবে)।
7) ‘পরীক্ষা পে চর্চা’ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে 7 এপ্রিল যেটি উদ্বোধন পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (প্রথম এডিশন অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে)।
8) ভারত ইজরাইল ও UAE মিলিতভাবে 110 বিলিয়ন ডলার ট্রেড করতে চলেছে 2030 সাল অবদি , (ঘোষণা করা হল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইন্দো-ইজরাইল চেম্বারস অফ কমার্সের সামিটে)।
9) ‘Sankalp se Siddhi – Village and Digital Connect Drive’ লঞ্চ করল মিনিস্ট্রি অফ ট্রাইবাল , (ট্রাইবাল আফেয়ার্স মিনিস্টার – অর্জুন মুন্ডা)।
10) ‘মাস্ক নেহি তো সামান নেহি’ ক্যাম্পেইন লঞ্চ করল মধ্যপ্রদেশ সরকার।
Daily Current Affairs 7 April
1) World health day পালন করা হয় 7 এপ্রিল , (এই বছরের থিম Building a fairer)।
2) World cities culture forum এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল , (থিম ছিল The future of culture)।
3) অটল ইনোভেশন মিশনের (AIM) এর নতুন মিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন Dr. Chintan Vaishnav
4) ‘রামায়ণ মিউজিয়াম’ তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে, (এটি তৈরি হবে অযোধ্যা এবং লখনৌ এর মধ্যবর্তী অঞ্চল রামাস্নেহি ঘাটে)।
5) 48 তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত হলেন N V Ramana , (এর আগে এই পদে নিযুক্ত ছিলেন SA Bobde)।
6) ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রী হলেন Pham Minh Chinh , (ভিয়েতনামের রাজধানী – হ্যানয় , মুদ্রা – ভিয়েতনামিস ডং)।
7) মিজোরাম হেলথ সিস্টেম স্ট্রেঙ্থেনিং প্রজেক্টের জন্য 32 মিলিয়ন ডলার লোন দিল বিশ্ব ব্যাঙ্ক , (হেডকোয়ার্টার – ওয়াশিংটন ডিসি , প্রেসিডেন্ট – ডেভিড মালপাস)
8) Maimi Open জিতল H. Hurkacz এবং (রানার্স হলো J. Sinner)।
9) BCCI এর অ্যান্টি করাপশন ইউনিট চিফ (ACU) হিসেবে নিযুক্ত হলেন Shekhadam Khandwawala , (প্রেসিডেন্ট – সৌরভ গাঙ্গুলী , সেক্রেটারি – জয় শাহ , হেডকোয়ার্টার – মুম্বাই , স্থাপনকাল – 1928)।
10) 58 তম ন্যাশনাল মেরিটাইম ডে পালন করা হলো 5 এপ্রিল।
Daily Current Affairs 8 April
1) ফোর্বস এর বিলিনিয়র তালিকায় টানা চতুর্থ বার শীর্ষে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস , (ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্থান 10 তম)।
2) BRICS ফাইনান্স মিনিস্টার এন্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর মিটিং সম্পূর্ণ হলো নিউ দিল্লিতে , (ভারতের হয়ে সভাপতিত্ব করলেন নির্মলা সীতারামন)।
3) IVEP 2021 প্রোগ্রাম হোস্ট করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া , (IVEP – ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম)।
4) রিপাবলিক অফ গ্যাবনে ভারতীয় অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন Ram Karan Verma , (রাজধানী – Libreville ও মুদ্রা – CFA Franc)।
5) ছাত্র-ছাত্রীদের জন্য Auro স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করল সিকিম সরকার , (সিকিমের মুখ্যমন্ত্রী – প্রেম সিং তামাং , রাজ্যপাল – গঙ্গা প্রসাদ)।
6) কোভিড-19 এর জন্য টোকিও অলিম্পিকে উত্তর কোরিয়া অংশগ্রহণ করবে না (টোকিও অলিম্পিক চলবে 23 শে জুলাই 2021 থেকে 8 আগস্ট 2021 পর্যন্ত)।
7) দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য Touch-sensitive Watch তৈরি করল IIT Kanpur , (IIT Kanpur স্থাপন কাল – 1959)।
8) 2021 সালের শেষে বিশ্বের প্রথম All – Civilian Mission লঞ্চ করতে চলেছে SpaceX , (Falcon 9 রকেট এর দ্বারা মানুষ পাঠানো হবে)।
9) UNDP এর অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় Usha Rao , (UNDP স্থাপন কাল – 22 নভেম্বর 1965 , হেডকোয়ার্টার – নিউ ইয়র্ক)।
10) মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে রেভিনিউ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন তরুণ বাজাজ।
Daily Current Affairs 9 April
1) SUPACE পোর্টাল লঞ্চ করল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া , (পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া N V Ramana)।
2) ‘ওড়িশা ইতিহাস’ নামক বইটি রিলিজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , (বইটি লিখেছেন Dr. Harekrushna Mahtab)।
3) Kosovo এর নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন Vjosa Osmani , (Kosovo রাজধানী – প্রিস্টিনা , মুদ্রা – ইউরো)।
4) Anamaya ইনিশিয়েটিভ লঞ্চ করল ডঃ হর্সবর্ধন এবং অর্জুন মুন্ডা একত্রে , (এটি একটি Tribal Health Collaborative ইনিশিয়েটিভ)।
5) এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার (হেডকোয়ার্টার – নিউ দিল্লি , স্থাপন কাল -1 এপ্রিল 1995)
6) Wipro এর নতুন চিফ টেকনোলজি অফিসার(CTO) হিসাবে নিযুক্ত হলেন Subha Tatavarti , (Wipro এর বর্তমানে চেয়ারম্যান রিশাদ প্রেমজি)।
7) UPI অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করল SBI ও NCPI একত্রে , (NCPI – ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া , স্থাপনকাল – 2008)।
8) ‘Shape – Shifting’ ড্রোন তৈরি করলো IIIT-Hyderabad , (ড্রোনটির নাম রাখা হয়েছে Elasticopter)।
9) মৌমাছি প্রতিপালন এর জন্য ‘মধুক্রান্তি’ পোর্টাল লঞ্চ করল নরেন্দ্র সিং তোমর , (এটি National beekeeping and honey mission এর আওতায়)।
10) ফিনান্সিয়াল ইনক্লিউশন(FI) ইন্ডেক্স লঞ্চ করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Daily Current Affairs 10 April
1) বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল , (এই বছরের থিম Enhancing the scope of Homoeopathy in Public health)।
2) ‘টিকা উৎসব’ হতে চলেছে 11 থেকে 14 এপ্রিল , উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , (লক্ষ্য সর্বাধিক মানুষকে টিকা দেওয়া)।
3) IPL 2021 শুরু হল 9 এপ্রিল , প্রথম ম্যাচ হল মুম্বাই ও ব্যাঙ্গালোর এর মধ্যে (জিতল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , RCB) ।
4) একাডেমিক এবং রিসার্চ কোঅপারেশনের জন্য ভারত ও জাপান মউ স্বাক্ষর করলো, (জাপানের রাজধানী-টোকিও, মুদ্রা-ইয়েন, প্রধানমন্ত্রী-Yoshihide Suga)।
5) সম্প্রতি FIFA পাকিস্তান ও চাঁদের ফুটবল ফেডারেশনকে ব্যান করল , (ফিফার প্রেসিডেন্ট – Gianni Infantino, হেডকোয়ার্টার্স – জুরিখ , সুইজারল্যান্ড)
6) বিশ্বের প্রথম মাইক্রো সেন্সর বেসড এক্সক্লুসিভ ট্রেড ডিটেক্টর লঞ্চ করল রমেশ পোখরিয়াল নিশাঙ্ক , (যেটির নাম NanoSniffer , তৈরি করেছে আইটি বোম্বে)।
7) Asiamoney এর রিপোর্ট অনুযায়ী ভারতের সেরা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক হলো DBS Bank , (DBS Bank হেডকোয়ার্টার – সিঙ্গাপুর)।
8) ‘Lab on Wheels প্রোগ্রাম লঞ্চ করল দিল্লি সরকার , (সরকারি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য এটি লঞ্চ করা হয়েছে)।
9) ছত্রিশগড় Veerni অ্যাওয়ার্ড পেলেন দৌড়বিদ দ্যুতি চাদ , (জাকার্তা এশিয়ান গেমসে রুপার পদক বিজয়ী)।
10) CRPF Valour Day (Shaurya Diwas) পালন করা হয় 9 এপ্রিল ।
Daily Current Affairs 11 April
1) জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস (National safe motherhood day) পালন করা হয় 11 এপ্রিল।
2) ‘Online dispute resolution’ নামে হ্যান্ডবুক লঞ্চ করল নীতি আয়োগ , (নীতি আয়োগ চেয়ারম্যান – নরেন্দ্র মোদী , সিইও – অমিতাভ কান্ত)।
3) সম্প্রতি 103 তম মিটিং অফ ডেভলপমেন্ট কমিটি প্লেনারি অফ World Bank – IMF অনুষ্ঠিত হলো , (ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন নির্মলা সীতারামন)।
4) সম্প্রতি ভারত সরকার ‘PS Zoroaster’ নামে 100 কোটির পেট্রোল ভেসেল গিফট করলো সেশেলসকে , (রাজধানী – ভিক্টোরিয়া , মুদ্রা – সেশেলিস রুপি)।
5) Waste water to energy জন্য ভারত ও নেদারল্যান্ড মউ স্বাক্ষর করলো , (নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী – মার্ক রুট , রাজধানী – আমস্টারডাম মুদ্রা – ইউরো)।
6) জম্মু-কাশ্মীরের প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি(NIFT) তৈরি হল শ্রীনগরে , (উদ্বোধন করলেন স্মৃতি ইরানি)।
7) ICCR এর 71 তম ফাউন্ডেশন ডে পালন করা হলো 9 এপ্রিল , (ICCR – দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস)।
8) ‘Sindhudurg’ জেলাকে বায়োডাইভারসিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার , (এটি পশ্চিমঘাটের অন্তর্গত)।
9) ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অতীশ চন্দ্র , (FCI স্থাপনকাল – 1965 , হেডকোয়ার্টার – দিল্লি)।
10) VIVO কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিরাট কোহলি।
Daily Current Affairs 12 April
1) International Day of human space flight পালন করা হয় 12 এপ্রিল।
2) ‘E9 ইনিশিয়েটিভ’ এ যুক্ত হলো ভারত , (E9 দেশ ভারত , বাংলাদেশ , ব্রাজিল , চিন , ইজিপ্ট , ইন্দোনেশিয়া , মেক্সিকো , নাইজেরিয়া ও পাকিস্তান)।
3) ‘মাস্ক অভিযান’ লঞ্চ করল ওড়িশা সরকার , (মুখ্যমন্ত্রী – নবীন পট্টনায়েক)।
4) Niger এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ouhoumoudou Mahamadou , (রাজধানী – আবুজা , মুদ্রা – নাইজেরিয়ান নাইরা)।
5) ‘রামায়ণ মিউজিয়াম তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে, (এটি তৈরি হবে অযোধ্যা এবং লখনৌ এর মধ্যবর্তী অঞ্চল রামাস্নেহি ঘাটে)।
6) ‘Sankalp se Siddhi – Village and Digital Connect Drive’ লঞ্চ করল মিনিস্ট্রি অফ ট্রাইবাল , (ট্রাইবাল আফেয়ার্স মিনিস্টার – অর্জুন মুন্ডা)।
7) বজ্র পদার্থ সংগ্রহের জন্য 300 টি Swacch Auto Tipper ভেইকেলস এর উদ্বোধন করলো গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন।
8) Aces Meet 2021-1 মাল্টিন্যাশনাল বায়ু সেনা অনুশীলন অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্থানে, (অংশগ্রহণকারী দেশ সৌদি আরব, আমেরিকা, বাহরিণ, ইজিপ্ট, জর্ডান)।
9) WEF’s gender gap index 2021 এ 156 টি দেশের মধ্যে ভারতের স্থান 140 , (প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড , দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড)।
10) এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন হলো জম্মু-কাশ্মীরে , (প্রায় 30 হেক্টর জায়গার উপর , লেফটেন্যান্ট গভর্নর – মনোজ সিনহা)।
Daily Current Affairs 13 April
1) চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র , (এতদিন এই পদে নিযুক্ত ছিলেন সুনীল আরোরা)।
2) অভিনেতা সোনু সুদকে অ্যান্টি – করোনাভাইরাস ভ্যাকসিনেশন প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলো পাঞ্জাব , (মুখ্যমন্ত্রী – ক্যাপ্টেন অমরিন্দর সিং)।
3) Academic ranking of world University 2020 তালিকাতে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে IISc Bangalore , (দ্বিতীয় স্থানে IIT Madras)।
4) ফ্রান্সে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান Knight of the order of arts and letters পেলেন চলচ্চিত্র নির্মাতা Guneet Monga।
5) ‘Rewards123’ নামে সেভিংস একাউন্ট লঞ্চ করল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক , (বর্তমান সিইও – অনুব্রত বিশ্বাস , হেডকোয়ার্টার – নিউ দিল্লী)।
6) ভারতীয় ব্যবসায়ী Yusuffali MA , UAE এর সর্বোচ্চ অসামরিক সম্মান পেল , (তিনি LuLu Group এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন)।
7) সংস্কৃত শিক্ষার জন্য ‘Little Guru’ মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল বাংলাদেশ সরকার , (বাংলাদেশের রাষ্ট্রপতি – আব্দুল হামিদ)।
8) রাশিয়ার ‘Sputnik – V’ কে তৃতীয় কোভিড ভ্যাকসিন হিসাবে সম্মতি দিল ভারত সরকার , (এটি তৈরি করেছে Gamaleya Research Institute)।
9) কোভিড টিকাকরণের দিক থেকে পৃথিবীর মধ্যে দ্রুততম দেশ ভারত , (দ্বিতীয় স্থানে আমেরিকা , তৃতীয় স্থানে চীন)।
10) World Parkinson’s Day পালন করা হয় 11 এপ্রিল।
Daily Current Affairs 14 April
1) ‘কুম্ভ মেলা 2021’ দ্বিতীয় স্নান শুরু হলো হরিদ্বারে 14 এপ্রিল থেকে , (মেলায় প্রবেশের জন্য কোভিড -19 নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক)।
2) World Chagas Disease Day পালন করা হয় 14 এপ্রিল , এটি প্রথম পালন করা হয়েছে 2020 সালে , (Chagas Disease এর অপর নাম Silent Disease)।
3) ‘e-SANTA’ পোর্টাল লঞ্চ করল পীযূষ গোয়েল , (এটি একটি অ্যাকোয়া ফার্মারদের জন্য ইলেকট্রনিক মার্কেটপ্লেস)।
4) ‘আধার ক্রান্তি’ মুভমেন্ট লঞ্চ করল ডঃ হর্ষবর্ধনের (মুভমেন্টের উদ্দেশ্য সঠিক সময়ে ডায়েট করা , শাকসবজি ও ফল খাওয়া)।
5) PNB@Ease ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক , (PNB ম্যানেজিং ডিরেক্টর S S Mallikarjuna Rao , স্থাপন কাল – 1894)।
6) দিল্লিতে 500 টি বেডের কোভিড-19 হাসপাতাল তৈরি করল DRDO , (DRDO হেডকোয়ার্টার – নিউ দিল্লি , স্থাপনকাল – 1958)।
7) ফ্রান্সের বিদেশমন্ত্রী তিন দিনের জন্য ভারত সফরে এলেন , (ফ্রান্সের বিদেশ মন্ত্রী – Jean-Yves Le Drian , ভারতের বিদেশ মন্ত্রী – এস. জয় শঙ্কর)।
8) ‘IAF কমান্ডার কনফারেন্স 2021’ অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে , (উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী – রাজনাথ সিং , অনুষ্ঠিত হলো দিল্লির বায়ুভবনে)।
9) ‘75 Series Pension Awareness’ লঞ্চ করল জিতেন্দ্র সিং ।
10) জালিওনাবাগ হত্যাকাণ্ডের 102 তম বার্ষিকী পালন হল 13 এপ্রিল , (1919 সালের 13 এপ্রিল অমৃতসরে জালিওনাবাগের হত্যাকান্ড ঘটে)।
Daily Current Affairs 15 April
1) World Art Day পালন করা হয় 15 এপ্রিল , (লিওনার্দো ভিঞ্চির জন্মদিন উপলক্ষে পালন করা হয়)।
2) ICC প্লেয়ার অফ দা মান্থ (মার্চ) হলেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার , (জানুয়ারি) রিশভ পান্থ , (ফেব্রুয়ারী) রবীচন্দ্রন অশ্বিন)।
3) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2020–21 এ প্রথম স্থানে রয়েছে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা , (2020-21 এ মোট 560.49 কিমি রাস্তা তৈরি হয়েছে)।
4) আফগানিস্তান থেকে সমস্ত আমেরিকান সৈন্যদের তুলে নিতে চলেছে আমেরিকা , (2021 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত সৈন্যদের তুলে নেওয়া হবে)।
5) বিশ্বের 21 টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তানকে যুক্ত করল ইউনাইটেড কিংডম।
6) ‘Posan Gyan’ লঞ্চ করল নীতি আয়োগ , (এটি স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত একটি জাতীয় ডিজিটাল সংগ্রহস্থল)।
7) ‘Tamizhp Puththaandu’ উৎসব অনুষ্ঠিত হলো তামিলনাড়ুতে , (প্রতিবার এই উৎসব হয় তামিলনাড়ুর নতুন বছর শুরুর দিনে)।
8) Centre for invention, Innovation, Incubation and training (CIIT) তৈরি হল জম্মু-কাশ্মীরের বিক্রম চকে, (উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা)।
9) তিন হাজার বছর পুরনো ‘Lost Golden City’ এর খোঁজ পাওয়া গেলো ইজিপ্টে , (ইজিপ্টের রাজধানী – কায়রো , মুদ্রা – ইজিপ্টিয়ান পাউন্ড)।
10) উত্তরপ্রদেশের তৃতীয় Deputy-Lokayukta হিসেবে নিযুক্ত হলেন সুরেন্দ্র কুমার।
Daily Current Affairs 16 April
1) World Voice Day পালন করা হয় 16 এপ্রিল , এই বছরের থিম ONE WORLD , MANY VOICES।
2) 22 তম লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠিত হতে চলেছে স্পেনের Seville শহরে , এইবার ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হবে।
3) Online grievance management portal লঞ্চ করলেন রবিশঙ্কর প্রসাদ , (এখানে সিডিউল কাস্ট জনগণরা রেজিস্টার করতে পারবে।
4) মেন্টাল হেলথ ডিজিটাল প্লাটফর্ম MANAS লঞ্চ করলেন কে. বিজয় রাঘবন , (MANAS – মেন্টাল হেলথ অ্যান্ড নর্মালসি অগমেন্টেশন সিস্টেম) ।
5) গগনযান মিশনের জন্য ভারতের ইসরো মউ স্বাক্ষর করল ফ্রান্সের CNES এর সাথে , (গগনযান মিশন লঞ্চ করা হবে 2022 সালে)।
6) Inclusive internet index এ ভারতের স্থান 49 , প্রথম স্থানে সুইডেন দ্বিতীয় স্থানে আমেরিকা তৃতীয় স্থানে স্পেন।
7) রাশিয়ার মস্কো ফিল্ম ফেস্টে Best foreign language featured award পেল মারাঠি মুভি Puglya , ডিরেক্টর বিনোদ স্যাম পিটার।
8) হিমাচল দিবস পালন করা হয় 15 এপ্রিল , (হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর , রাজ্যপাল বন্দারু দত্তারেয়)।
9) 2024 সালে চাঁদে Rashid নামে রোভার পাঠাতে চলেছে UAE , (কিছুদিন আগে The Hope নামে মঙ্গল-মিশন লঞ্চ করেছিল UAE)।
10) সাইড এফেক্ট এর জন্য ইউরোপের প্রথম দেশ হিসাবে ডেনমার্ক Astrazeneca কোভিড-19 ভ্যাকসিন ব্যান করলো , (এটি তৈরি করেছে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ)।
Daily Current Affairs 17 April
1) World haemophilia day পালন করা হয় 17 এপ্রিল , (এই বছরের থিম adapting to challenge)।
2) 100 টি গ্রামে ‘পাইলট প্রজেক্টের’ জন্য এগ্রিকালচার মিনিস্ট্রি মউ স্বাক্ষর করলো microsoft-এর সাথে , (উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ , হরিয়ানা , গুজরাট , রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটি চালু হবে)।
3) Walt Disney Company India প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন K. Madhavan (Walt Disney হেডকোয়ার্টার – ক্যালিফোর্নিয়া , আমেরিকা)।
4) ICC ODI Ranking অনুযায়ী বিশ্বের সেরা ব্যাটসম্যান পাকিস্তানের বাবর আজম , (দ্বিতীয় স্থানে বিরাট কোহলি)।
5) হাইড্রোজেন টাস্ক ফোর্স লঞ্চ করল ভারত ও আমেরিকা একত্রে , (এটির ঘোষণা করা হয়েছে Hydrogen economy : New Delhi dialogue 2021 সামিটে)।
6) EatSmart Cities challenge লঞ্চ করল হরদীপ সিং পুরি , (এই চ্যালেঞ্জের লক্ষ্য গণপরিবহন নিরাপদ করার জন্য ডিজিটাল সমাধান বের করা)।
7) এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনা জিতল Sarita Mor , (এটি অনুষ্ঠিত হলো কাজাখস্তানের আলমাটিতে)।
8) ‘AeroCity’ লঞ্চ হল হায়দ্রাবাদ এয়ারপোর্টে , (এটি লঞ্চ করল GMR Group)।
9) McDonald’s এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাউথের অভিনেত্রী রাশমিকা মান্দানা।
10) Save the elephant day পালন করা হয় 16 এপ্রিল , এই দিবসটি তৈরি করেছে থাইল্যান্ডের Elephant Reintroduction Foundation।
Daily Current Affairs 18 April
1) World Heritage Day পালন করা হয় 18 এপ্রিল , (এই বছরের থিম Complex Pasts: Diverse Future)।
2) সুরেশ রায়নার অটোবায়োগ্রাফি ‘Believe – what life and cricket taught me’ বইটি লঞ্চ হতে চলেছে মে মাসে , (বইটি লিখেছেন Bharat Sundaresan)।
3) AI স্পিচ টেক কোম্পানি ‘Nuance’ কে 19.7 বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিল মাইক্রোসফট কোম্পানি,(মাইক্রোসফটের সিইও- সত্য নাদেলা, হেডকোয়ার্টার-ওয়াশিংটন)
4) ‘Pay by Bank App’ লঞ্চ করল আর.বি.এল ব্যাঙ্ক ও মাস্টারকার্ড একত্রে , (RBL Bank হেডকোয়ার্টার – মুম্বাই , স্থাপনকাল – 1943 , বর্তমান সিইও -বিশ্ববীর আহুজা)
5) অষ্টম ভারত ও কিরগিজস্তান সেনা অনুশীলন ‘Khanjar’ অনুষ্ঠিত হলো কিরগিজস্তানে , (প্রথম শুরু হয় 2011 সালে , রাজধানী – বিশকেক , মুদ্রা – সোম)।
6) বাবাসাহেব আম্বেদকর এর নামে চারটি বই লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, (সেগুলি হল জীবন দর্শন , ভক্তি দর্শন , রাষ্ট্র দর্শন ও আয়ম দর্শন)।
7) Wisden award 2021 পেলেন তিন ভারতীয় ক্রিকেটার , (বিরাট কোহলি , শচীন টেন্ডুলকার ও কপিল দেব)।
8) সমস্ত ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যান করল Turkey , (ক্রিপ্টোকারেন্সির মধ্যে প্রথম স্থানে – বিটকয়েন , দ্বিতীয় স্থানে – ইথেরিয়াম , তৃতীয় স্থানে – বিএনবি)।
9) ফ্লিপকার্ট কিনে নিল অনলাইন ট্রাভেল কোম্পানি Cleartrip কে , (সম্প্রতি ট্যুরিজম মিনিস্ট্রি Cleartrip এর সাথে পার্টনারশিপ করেছে)।
10) ইকোনমিক আফেয়ার্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন Ajay Seth।
Daily Current Affairs 19 April
1) ফেস মাস্ক না পড়লে 500 টাকা জরিমানা নেয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে।
2) ‘Durokea’ সিরিজ লঞ্চ করলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক , (world first affordable and long lasting hygiene product Durokea series)।
3) ‘আমাজন সম্ভব অনলাইন সামিট’ লঞ্চ করলেন জিতেন্দ্র সিং , (সামিটের থিম ছিল unlocking infinite possibilities for India)।
4) ICC Test Rankings এ শীর্ষে কেন উইলিয়ামসন , (দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ , বিরাট কোহলির স্থান পঞ্চম)।
5) এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশীপে বিশ্ব রেকর্ড করলো ভারতের মীরাবাঈ চানু , (এটি অনুষ্ঠিত হচ্ছে উজবেকিস্তানের তাসকেন্তে)।
6) Gender samvaad ইভেন্ট লঞ্চ করল মিনিস্ট্রি অফ রুরাল ডেভলপমেন্ট , (রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার – নরেন্দ্র সিং তোমর)।
7) ওয়াল্ড আর্থ ডে এর দিনে SpaceX Crew 2 লঞ্চ করতে চলেছে নাসা , (চারজন মহাকাশচারীকে স্পেস স্টেশনে পাঠানো হবে , ওয়াল্ড আর্থ ডে – 22 এপ্রিল)।
8) ফেসবুক ভারতে প্রথম রিনিউয়েবল এনার্জি প্রোজেক্টের জন্য চুক্তি স্বাক্ষর করলো CleanMax এর সাথে , (32 মেগাওয়াট এর প্রজেক্ট , এটি কর্নাটকে অবস্থিত)।
9) ‘Bohag Bihu’ উৎসব অনুষ্ঠিত হলো আসামে , (আসামি ভাষায় এটিকে সাত বিহু বা রঙ্গলি বিহু বলে)।
10) সম্প্রতি ‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট’ পাবলিশ করল ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট , (থিম Transforming food system after covid-19)।
Daily Current Affairs 20 April
1) গুজরাটের মেহসানা জেলাতে ‘মেগা ফুড পার্ক’ তৈরি করতে চলেছে ইতালি , (ইতালির রাজধানী – রোম , মুদ্রা – ইউরো , প্রধানমন্ত্রী – মারিও ড্রাগী)।
2) Adobe এর সহ-প্রতিষ্ঠাতা এবং পিডিএফ ডেভেলপার Charles Geschke মারা গেলেন , (PDF এর পুরো নাম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট)।
3) DCB ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন Murali Natrajan , (DCB Bank হেডকোয়ার্টার – মুম্বাই , স্থাপনকাল – 1930)।
4) মেডিকেল অক্সিজেন এর দ্রুত পরিষেবার জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালু করল ভারতীয় রেলওয়ে , (রেলমন্ত্রী – পীযূষ গোয়েল , হেডকোয়ার্টার – নিউ দিল্লি)।
5) T-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে , (ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে নভেম্বর 2021 সালে)।
6) এই প্রথমবার রামায়ণের অনলাইন এক্সিবিশনের উদ্বোধন করলেন প্রহ্লাদ সিং প্যাটেল , (ট্যুরিজম অ্যান্ড কালচার মিনিস্টার – প্রহ্লাদ সিং প্যাটেল)।
7) 6 দিনের লকডাউন ঘোষণা করল দিল্লি সরকার , (19 এপ্রিল থেকে 26 এপ্রিল)।
8) শিল্পে ব্যবহৃত অক্সিজেনকে ব্যান করল কেন্দ্র সরকার , (কোভিড 19 রোগীদের অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে সরবরাহের জন্য এই ঘোষণা)।
9) নিউ সুপার আর্থ খুঁজে পেল বিজ্ঞানীরা , (এটি GJ 740 নক্ষত্রকে প্রদক্ষিণ করছে মাত্র 2.4 দিনে)।
10) World Liver Day পালন করা হয় 19 এপ্রিল , (এই বছরের থিম Keep your liver healthy and disease-free)।