হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Assam Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Assam Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
এক নজরে অসম
১) অবস্থান = ভারতের উত্তর – পূর্বদিকে অবস্থিত।
২) গঠন কাল = 15 আগস্ট 1950 ।
৩) আয়তন = 78,43৪ বর্গ কিলোমিটার ( ভারতে 17 তম ) ।
৪) রাজধানী = দিসপুর।
৫) পূর্বনাম = প্রাকজ্যোতিষপুর / কামরূপ ।
৬) জনসংখ্যা = 3,12,05,576 জন (ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী)।
৭) জনঘনত্ব = 397 জন প্রতি বর্গকিলোমিটার।
৮) লিঙ্গ অনুপাত = 954 ( প্রতি 1000 জন পুরুষ মহিলার সংখ্যা )।
৯) মোট সাক্ষরতার হার = 73.18 % ( পুরুষ 78.81%, মহিলা 67.27% )।
১০) জেলার সংখ্যা = 33 টি।
১১) আইনসভা = 1 কক্ষযুক্ত ।
১২) রাজ্যপাল = Jagdish Mukhi ।
১৩) মুখ্যমন্ত্রী = Sarbananda Sonowal ।
১৪) রাজ্যসভায় সদস্য = 7 জন ।
১৫) হাইকোর্ট = গুয়াহাটি ।
১৬) প্রধান ভাষা = অসমিয়া ।
১৭) উপজাতি = কুকি, নাগা, আবোর, গারো, খাসি, হাজোঙ্গ, বোড়ো, কাছারি কার্বি ।
১৮) রাজ্যের প্রাণী = এক সিংহ গণ্ডার।
১৯) রাজ্যের পাখি = পাতিহাস ।
২০) রাজ্যের গাছ = হলং ।
২১) রাজ্যের ফুল = অর্কিড ।
২২) প্রধান নদী = ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের উপনদী কুলসি, বরাক ইত্যাদি ।
২৩) প্রধান ফসল = চা (1) , পাট , আখ , তুলা , কমলালেবু , আলু ও রেশমগুটি ।
২৪) প্রধান খনিজদ্রব্য = খনিজ তৈল , কয়লা , ডলোমাইট , চুনাপাথর ইত্যাদি ।
২৫) প্রধান উৎসব = ভোগালি বিহু , গোরু ও রঙ্গোলি বিহু ( নববর্ষ ১ বৈশাখে নতুন বছরের কৃষিক্ষেত্রে স্মরণ করে ), ইত্যাদি ।
২৬) প্রধান নৃত্য = নৃত্য ও অঙ্কিয়া নট , বিহু , ওয়াপালি , কোঙ্গালি ।
২৭) শিল্প = কৃষিভিত্তিক শিল্প , চা শিল্প , ডিগবয় ভারতের প্রথম তৈল শোধনাগার
(স্থাপিত ১৮৮৪ খ্রিস্টাব্দে) , রেশম শিল্প , পাট শিল্প ইত্যাদি ।
২৮) পর্যটন কেন্দ্র = শিবসাগর, বরপেটা, ধুবড়ি, ডিব্ৰুগড়, কামাক্ষা মন্দির, গুয়াহাটি, হাফলং, অভয়ারণ্য, রিপু চিরাং অভয়ারণ্য, নামেরি অভয়ারণ্য, কাজিরাঙ্গা (গণ্ডার ও হাতির জন্য) নলবাড়ি । মাজুলী দ্বীপ (পৃথিবীর বৃহত্তম নদী ব-দ্বীপ), ইত্যাদি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।