হ্যালো বন্ধুরা আমরা ভারতের বিভিন্ন রাজ্যের বিস্তারিত তথ্যের পর্ব চালু করেছি আজ Arunachal Pradesh Bengali pdf টি তোমাদের সাথে শেয়ার করছি এই পিডিএফে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানো হয়েছে , তোমরা সবাই Arunachal Pradesh Bengali pdf টি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন , কারণ এখান থেকে কিছু প্রশ্ন আগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে।
পিডিএফ এর নমুনা নীচে দেওয়া হল –
এক নজরে অরুণাচল প্রদেশ
১) অবস্থান = ভারতের উত্তর – পূর্ব সীমান্ত অঞ্চলে ।
২) গঠন কাল = 20 ফেব্রুয়ারি 1987 (ভারতের 24 তম রাজ্য) ।
৩) আয়তন = 83.743 বর্গকিলোমিটার (আয়তনের দিক থেকে ভারতের 15 তম)।
৪) রাজধানী = ইটানগর।
৫) পূর্বনাম = নেফা বা NEFA ( North Eastern Frontier Agency )।
৬) জনসংখ্যা = 1,382,611 জন (ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা)।
৭) জনঘনত্ব = 17 জন প্রতি বর্গকিলোমিটারে (ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বনিম্ন)।
৮) লিঙ্গ অনুপাত = 920 ( প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা )।
৯) মোট সাক্ষরতার হার = 66.95 % ( পুরুষ 73.69 % , মহিলা 59.57 % )।
১০) জেলার সংখ্যা = 25 টি ।
১১) আইনসভা = 1 কক্ষযুক্ত ।
১২) রাজ্যপাল = B. D. Mishra ।
১৩) মুখ্যমন্ত্রী = Pema Khandu ।
১৪) রাজ্যসভায় সদস্য = 1 জন ।
১৫) হাইকোর্ট = গুয়াহাটি ।
১৬) প্রধান ভাষা = ডাফলা , মিজি , আদি গ্যালং , ওয়াংচু , তাগিন , হিলমিরি , মিসমি , মংপা , নক্তে , আকা , খামতি ।
১৭) উপজাতি = আপতামি ।
১৮) রাজ্যের প্রাণী = গায়াল (গরু) ।
১৯) রাজ্যের পাখি = বড় শিঙওয়ালা ঠোটযুক্ত পক্ষিবিশেষ ( হর্নবিল ) ।
২০) রাজ্যের গাছ = হলং ।
২১) রাজ্যের ফুল = ফক্সটেইল অর্কিড ।
২২) প্রধান নদী = কামেং , সুনসিড়ি , সিয়াং , লোহিত , তিরাপ , দিহং (ব্রহ্মপুত্র) ।
২৩) পাহাড় পর্বত = পাতকই বাম পর্বতশ্রেণি ( অরুণাচলপ্রদেশ ও মায়ানমারের সীমান্তে অবস্থিত ) ।
২৪) প্রধান ফসল = ধান , আলু , আপেল , কমলালেবু , আনারস ইত্যাদি ।
২৫) প্রধান খনিজদ্রব্য = কয়লা , বিভিন্ন খনিজ দ্রব্য , খনিজ তৈল ইত্যাদি ।
২৬) প্রধান উৎসব = লুজুং , মোপিন (শস্যের উৎসব) , সোলাং , লোসার , ড্রিস ।
২৭) প্রধান নৃত্য = ছাম (বুদ্ধ নৃত্য) ।
২৮) শিল্প = হস্তশিল্প, বনভূমিনির্ভর শিল্প, প্লাইউড শিল্প, ফল সংরক্ষণ শিল্প ইত্যাদি ।
২৯) পর্যটন কেন্দ্র = ইটানগর, খেনজিমানি গিরিপথ, বমডিলা, ভারতের পূর্বদিকের সর্বশেষতম স্থান কিবিথুইত,নামডাফা আভয়ারণ্য, পরশুরাম কুণ্ডু, রোয়িং, ইত্যাদি ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।
Very very very much helpful to enrich knowledge level.