ভারতের বিভিন্ন শহর / নগরের উপনাম
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য ভারতের বিভিন্ন শহর/নগরের উপনাম সম্পর্কিত একটি PDF তৈরী করেছি । এই PDF এ ভারতের বিভিন্ন শহর/নগরের উপনাম সমন্ধে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। আশা করছি এই PDF আপনাদর অনেক সাহায্য করবে। এই PDFটি কয়কটি বিভাগে (Part) ভাগ করা হয়েছে । নিচে আমাদের তৈরী করা Pdf এ Part – 4 দেওয়া হয়েছে। বিভিন্ন শহর/নগরের উপনাম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে Download Button এ ক্লিক করে PDfটি Download করুন।
উপনাম | শহর | রাজ্য |
কেরালার প্রবেশদ্বার | কোচি | কেরালা |
আরব সাগরের রানি | কোচি | কেরালা |
মশলার উদ্যান | কোচি | কেরালা |
পৃথিবীর কাজুবাদামের রাজধানী | কোলাম | কেরালা |
আরব সাগরের রাজা | কোলাম | কেরালা |
পূর্বের ভেনিস শহর | আলাপুজ্জা | কেরালা |
ভাস্করের শহর | ত্রিবান্দ্রম | কেরালা |
দরিদ্র লোকের উটি | ইয়ারকড | তামিলনাড়ু |
দক্ষিণ ভারতের চর্ম শহর | ভানিয়মবাদি | তামিলনাড়ু |
ডিমের শহর | নামাক্কল | তামিলনাড়ু |
আমের শহর | সালেম | তামিলনাড়ু |
শৈলদুর্গের শহর | তিরুচিরাপল্লি | তামিলনাড়ু |
উৎসবের শহর | মাদুরাই | তামিলনাড়ু |
ঘুমহীন শহর | মাদুরাই | তামিলনাড়ু |
মুনি ঋষির শহর | ঋষিকেশ | উত্তরাখন্ড |
যোগার শহর | ঋষিকেশ | উত্তরাখন্ড |
হ্রদের শহর | নৈনিতাল | উত্তরাখন্ড |
পর্বত রানির শহর | মুসৌরি | উত্তরাখন্ড |
দুর্গের শহর | কলকাতা | পশ্চিমবঙ্গ |
রাজপ্রাসাদের শহর | কলকাতা | পশ্চিমবঙ্গ |
কালো হীরের শহর (কয়লা) | আসানসোল | পশ্চিমবঙ্গ |
হিমালয়ের/পর্বতের রানী | দার্জিলিং | পশ্চিমবঙ্গ |
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।