You are currently viewing Aliases of various cities/towns in India Part – 3

Aliases of various cities/towns in India Part – 3

ভারতের বিভিন্ন শহর / নগরের উপনাম

হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য ভারতের বিভিন্ন শহর/নগরের উপনাম  সম্পর্কিত একটি PDF তৈরী করেছি । এই PDF এ ভারতের বিভিন্ন শহর/নগরের উপনাম সমন্ধে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। আশা করছি এই PDF আপনাদর অনেক সাহায্য করবে। এই PDFটি কয়কটি বিভাগে (Part) ভাগ করা হয়েছে । নিচে আমাদের তৈরী করা Pdf এ  Part – 3 দেওয়া হয়েছে। বিভিন্ন শহর/নগরের উপনাম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে Download Button এ ক্লিক করে PDfটি Download করুন। 

উপনাম

শহর

রাজ্য

ভারতের স্বাস্থ্য রাজধানী

চেন্নাই

তামিলনাড়ু

অটোহাব অফ ইন্ডিয়া

চেন্নাই

তামিলনাড়ু

হালওয়া শহর

তিরুনেলভেলি

তামিলনাড়ু

দক্ষিণ ভারতের অক্সফোর্ড

তিরুনেলভেলি

তামিলনাড়ু

পূর্ব ভারতের এথেন্স

মাদুরাই

তামিলনাড়ু

চন্দন বৃক্ষের মন্দির

মাদুরাই

তামিলনাড়ু

দক্ষিণ ভারতের কাশী বা বারাণসী

মাদুরাই

তামিলনাড়ু

হ্রদের শহর

উদয়পুর

রাজস্থান

হোয়াইট সিটি

উদয়পুর

রাজস্থান

পূর্বের ভেনিস

উদয়পুর

রাজস্থান

গোলাপী শহর

জয়পুর

রাজস্থান

ভারতের প্যারিস

জয়পুর

রাজস্থান

সৌর শহর

যোধপুর

রাজস্থান

নীল শহর

যোধপুর

রাজস্থান

উদ্যানের শহর

বেঙ্গালুরু

কর্ণাটক

সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া

বেঙ্গালুরু

কর্ণাটক

ইলেকট্রনিক শহর

বেঙ্গালুরু

কর্ণাটক

মহাকাশের শহর

বেঙ্গালুরু

কর্ণাটক

বিজ্ঞানের শহর

বেঙ্গালুরু

কর্ণাটক

আইটি ক্যাপিটার অফ ইন্ডিয়া

বেঙ্গালুরু

কর্ণাটক

চন্দন কাঠের শহর

মহীশূর

কর্ণাটক

ভারতের স্কটল্যান্ড

কুর্গ

কর্ণাটক

এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Leave a Reply