ভারতের বিভিন্ন শহর / নগরের উপনাম
হ্যালো বন্ধুরা আমরা তোমাদের জন্য ভারতের বিভিন্ন শহর/নগরের উপনাম সম্পর্কিত একটি PDF তৈরী করেছি । এই PDF এ ভারতের বিভিন্ন শহর/নগরের উপনাম সমন্ধে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। আশা করছি এই PDF আপনাদর অনেক সাহায্য করবে। এই PDFটি কয়কটি বিভাগে (Part) ভাগ করা হয়েছে । নিচে আমাদের তৈরী করা Pdf এ Part – 2 দেওয়া হয়েছে। বিভিন্ন শহর/নগরের উপনাম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে গেলে Download Button এ ক্লিক করে PDfটি Download করুন।
উপনাম | শহর | রাজ্য |
ভারতের ক্রীড়া রাজধানী | মিরাট | উত্তরপ্রদেশ |
কাঁচির শহর | মিরাট | উত্তরপ্রদেশ |
নবাবের শহর | লক্ষ্ণৌ | উত্তরপ্রদেশ |
হস্তির শহর | লক্ষ্ণৌ | উত্তরপ্রদেশ |
মার্বেলের শহর | লক্ষ্ণৌ | উত্তরপ্রদেশ |
কাঁচের চুড়ির শহর | ফিরোজাবাদ | উত্তরপ্রদেশ |
ভারতের সোনালী শহর | লক্ষ্ণৌ | উত্তরপ্রদেশ |
পূর্বের কনস্টান্টিনোপল | লক্ষ্ণৌ | উত্তরপ্রদেশ |
আলোর শহর | বারাণসী | উত্তরপ্রদেশ |
ভারতের আধ্যাত্মিক রাজধানী | বারাণসী | উত্তরপ্রদেশ |
পূর্ব ভারতের রোম | ম্যাঙ্গালোর | কর্ণাটক |
ভারতের আইসক্রিমের রাজধানী | ম্যাঙ্গালোর | কর্ণাটক |
মন্দিরের শহর | মাদুরাই | তামিলনাড়ু |
দাক্ষিণাত্যের ম্যাঞ্চেস্টার | কোয়েম্বাটোর | তামিলনাড়ু |
বস্ত্রবয়ন শিল্পের শহর | কোয়েম্বাটোর | তামিলনাড়ু |
ভারতের ইঞ্জিনিয়ারিং শহর | কোয়েম্বাটোর | তামিলনাড়ু |
মুক্তোর শহর | তুতিকোরিন | তামিলনাড়ু |
ভারতের মুক্তোর বন্দর | তুতিকোরিন | তামিলনাড়ু |
দক্ষিণ ভারতের প্রবেশদ্বার | চেন্নাই | তামিলনাড়ু |
এশিয়ার ডেট্রয়েট | চেন্নাই | তামিলনাড়ু |
ভারতের মোটর গাড়ির শহর | চেন্নাই | তামিলনাড়ু |
ভারতের ব্যাঙ্ক রাজধানী | চেন্নাই | তামিলনাড়ু |
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।