১) সৌরজগতের চতুর্থ নিকটতম গ্রহ মঙ্গলের আবিষ্কর্তা কে ? – কোপার্নিকাস।
২) বিরলতম লেমুর প্রজাতির শেষ অভয়ারণ্যের নাম কি ? – ম্যারোজেজি মাসিফ।
৩) কোন বিজ্ঞানী প্রথম দেশলাই আবিষ্কার করেন ? – জন ওয়াকার।
৪) পৃথিবীর বৃহত্তম প্রজাতির গিরগিটির নাম কি ? – ড্রাগন অব কোমাডো।
৫) কোন উপাদান ‘ অয়েল অব ভিট্রিয়ল ’ নামে পরিচিত ? – সালফিউরিক অ্যাসিড।
৬) সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত ? – ৮.৩ জে . কে মোল ।
৭) ক্যান্সার চিকিৎসায় কোন ধাতুর ব্যবহার করা হয় ? – কোবাল্ট।
8) বিশ্বে ব্যাঙের ক্ষুদ্রতম প্রজাতির নাম কি ? – প্যাডোপ্রাইন অ্যামিউনসিস।
৯) প্রাচীনকালে বিজ্ঞানকে কি বলা হত ? – ব্রুনোলজি ।
১০) ন্যাপথলিন কিসে দ্রবীভূত হয় ? জলে।
১১) একের পর একশোটা শূন্যযুক্ত সংখ্যাকে কি বলে ? – মেগাটন।
১২) শুক্রগ্রহের বায়ুমন্ডলে কোন উপাদান বেশি পাওয়া যায় ? – সালফিউরিক অ্যাসিড।
১৩) নেফ্রাইটিস রোগাক্রান্ত হলে কোন অঙ্গে প্রদাহ হয় ? – কিডনি।
১৪) কোন ভাইরাস ব্যাকটিরিয়াকে দূষিত করে ? – ব্যাকটিরিও ফাজ।
১৫) ফিঙ্গার প্রিন্ট কে আবিষ্কার করেন ? – ফ্রান্সিস গেলটন।
১৬) প্রাচীনকালে রসায়নবিদ্যা কি নামে পরিচিত ছিল ? – অ্যালকেমী ।
১৭) সবচেয়ে ক্ষুদ্রতম প্রাণী কোষটির নাম কি ? – ডায়াটম ।
১৮) যে সব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাকে কি বলে ? – ক্রায়োফাইট ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।