সৌরজগতে অবস্থিত গ্রহ সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্য
বুধ
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় 5 কোটি ২৭ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ৪৮২৮ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ৮৮ দিন ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ৫৮ দিন ১৭ ঘন্টা ।
উপগ্রহের সংখা = ০
পৃথিবীর তুলনায় ভর = ০.০৫৫ গুন (প্রায় ১৮টি বুধ একত্র করলে পৃথিবীর ভরের সমান হবে)
গড় উষ্ণতা = +৩৫০০C
ভর ( কেজি ) = ৩.৩ * ১০২৩
পৃথিবীর তুলনায় ঘনত্ব ( পৃথিবী = 1 ) = ০.০৬
ঘনত্ব (g/cm3) = ৫.৪
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ৭.০০
অন্যান্য তথ্য = সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং দ্রুততম গ্রহ ।
শুক্র
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ১০ কোটি 82 লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ১২১০৪ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = ২২৪.৭ দিন ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ২৪৩ দিন ১৪ ঘণ্টা ।
উপগ্রহের সংখা = ০
পৃথিবীর তুলনায় ভর = ০.৮১৫ গুন (কোনো বস্তু যদি পৃথিবীতে ১০০ কেজি হয় তাহলে শুক্র গ্রহতে ৯০ কেজি হবে)
গড় উষ্ণতা = +৪৭৫০C
ভর ( কেজি ) = ৪.৯ * ১০২৪
পৃথিবীর তুলনায় ঘনত্ব ( পৃথিবী = 1 ) = ০.৮১
ঘনত্ব (g/cm3) = ৫.২
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ৩.৪০
অন্যান্য তথ্য = উজ্জলতম, উষ্ণতম এবং পৃথিবীর নিকটতম, খুব ঘনত্বপূর্ণ
পৃথিবী
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ১৪ কোটি ৯৬ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ১২৭৫৬ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪০ সেকেন্ড।
উপগ্রহের সংখা = ১
গড় উষ্ণতা = +২২০C
ভর ( কেজি ) = ৫.৯৭৬ * ১০২৪
পৃথিবীর তুলনায় ঘনত্ব ( পৃথিবী = 1 ) = ১.০০
ঘনত্ব (g/cm3) = ৫.৫
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ০.০০
অন্যান্য তথ্য = খুব ঘনত্বপূর্ণ
মঙ্গল
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ২২ কোটি ৭৯ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ৫৭৮৭ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ৬৮৭ দিন ৬ ঘণ্টা ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ২৪ ঘণ্টা ৩৭ মিনিট ২২ সেকেন্ড।
উপগ্রহের সংখা = ২ ( ফোবোস ও ডাইমোস )
পৃথিবীর তুলনায় ভর = ০.১০৮ গুন
গড় উষ্ণতা = -২৩০C
ভর ( কেজি ) = ৬.৪ * ১০২৩
পৃথিবীর তুলনায় ঘনত্ব ( পৃথিবী = 1 ) = ০.১১
ঘনত্ব (g/cm3) = ৩.৯
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ১.৯০
অন্যান্য তথ্য = উচ্চতম পর্বত ও গভীরতম খাত অবস্থিত ।
বৃহস্পতি
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ৭৭ কোটি ৮৩ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ১৪২,৮০০ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ১২ বছর ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ৯ ঘণ্টা ৫০ মিনিট ৩০ সেকেন্ড।
উপগ্রহের সংখা = ৭৯
পৃথিবীর তুলনায় ভর = ৩১৭.৯ গুন ( ৩১৮টি পৃথিবীর ভর একত্রে করলে তবেই তা বৃহস্পতির ভরের সমান হবে )
গড় উষ্ণতা = -১২৩০C
ভর ( কেজি ) = ১.৯ * ১০২৭
পৃথিবীর তুলনায় ঘনত্ব
(পৃথিবী = 1) = ৩১৭.৩৩
ঘনত্ব (g/cm3) = ১.৩
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ১.৩০
অন্যান্য তথ্য = সৌরজগতে বৃহত্তম গ্রহ এবং সৌরজগতে বৃহত্তম চন্দ্র আছে ।
শনি
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ১৪২ কোটি ৭০ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ১৪২,৮০০ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ১২ বছর ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ১০ ঘণ্টা ১৪ মিনিট।
উপগ্রহের সংখা = ৮২
পৃথিবীর তুলনায় ভর = ৯৫.২ গুন
গড় উষ্ণতা = -১৮০০C
ভর ( কেজি ) = ৫.৭ * ১০২৬
পৃথিবীর তুলনায় ঘনত্ব ( পৃথিবী = 1 ) = ৯৫.১৫
ঘনত্ব (g/cm3) = ০.৭
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ২.৫০
অন্যান্য তথ্য = সবচেয়ে কম ঘনত্ব এবং সৌরজগতে ক্ষুদ্রতম চন্দ্র বা উপগ্রহ আছে ।
ইউরেনাস
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ২৮৬ কোটি ৯৬ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ৫১,৮০০ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ৮৪ বছর ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ১৬ ঘণ্টা ১৪ মিনিট।
উপগ্রহের সংখা = ২৭
পৃথিবীর তুলনায় ভর = ১৪.৬ গুন
গড় উষ্ণতা = -২১৮০C
ভর ( কেজি ) = ৮.৭ * ১০২৫
পৃথিবীর তুলনায় ঘনত্ব ( পৃথিবী = 1 ) = ১৪.৬৫
ঘনত্ব (g/cm3) = ১.৩
ক্রান্তিবৃত্তে নতির পরিমান
= ০.৮০
অন্যান্য তথ্য = নিজের মেরুদন্ডের সবচেয়ে হেলানো । ( 98 ° হেলানো তার কক্ষপথের উপর ) ।
নেপচুন
সূর্য থেকে গড়দূরত্ব = প্রায় ৪৪৯ কোটি ৬৬ লক্ষ কিমি ।
নিরক্ষীয় ব্যাস = প্রায় ৪৯,৫০০ কিমি ।
সূর্যকে প্রদক্ষিণের সময় = প্রায় ১৬৫ বছর ।
নিজ মেরুদন্ডে বা কক্ষে আবর্তনের সময় = প্রায় ১৮ ঘণ্টা।
উপগ্রহের সংখা = ১৪
পৃথিবীর তুলনায় ভর = ১৭.২ গুন
গড় উষ্ণতা = -২২৮০C
ভর ( কেজি ) = ১ * ১০৬০
পৃথিবীর তুলনায় ঘনত্ব (পৃথিবী = 1 ) = ১৭.২৩
ঘনত্ব (g/cm3) = ১.৭
ক্রান্তিবৃত্তে নতির পরিমান = ১.৮০
অন্যান্য তথ্য = এর চন্দ্র বা উপগ্রহ সবচেয়ে উৎকেন্দ্রিক।