অডিটরি
অবস্থান = কানের অভ্যন্তর।
কাজ = শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ।
অপটিক
অবস্থান = চক্ষুর রেটিনা।
কাজ = দৃষ্টি।
অ্যাকসেসরি
অবস্থান = গ্রীবা পেশি।
কাজ = গ্রীবা পেশির সঞ্চালন।
গ্লসোফ্যারেনজিয়াল
অবস্থান = জিহ্বা , ফ্যারিংক্স ।
কাজ = লালাক্ষরণ , স্বাদ গ্রহণ।
অলফ্যাক্টরি
অবস্থান = নাকের মিউকাস পর্দায়।
কাজ = গন্ধ গ্রহণ।
অ্যাবডুসেন্স
অবস্থান = চক্ষু পেশি।
কাজ = চোখের চলন।
ট্রকলিয়ার
অবস্থান = চক্ষু পেশি।
কাজ = চোখের চলন।
অকুলোমোটর
অবস্থান = ৬টি চক্ষু পেশির ৪টিতে।
কাজ = চোখের চলন।
ভেগাস
অবস্থান = থোরাসিক ও ভিসেরাল অঙ্গ , ট্রাকিয়া।
কাজ = ভিসেরাল প্রতিবর্ত ক্রিয়া।
ট্রাইজেমিনাল
অবস্থান = মাথা এবং ওষ্ঠের মিউকাস পর্দা।
কাজ = সংশ্লিষ্ট অংশে উত্তেজনা গ্রহণ।
ফেসিয়াল
অবস্থান = মুখমন্ডলের বিভিন্ন অংশ ( ঘাড় / লালাগ্রন্থি / স্বাদকোরক )।
কাজ = ঘাড়ের চলন , স্বাদ গ্রহণ।
হাইপোগ্লসাল
অবস্থান = জিহ্বা।
কাজ = জিহ্বার সঞ্চালন।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।