সংক্রামক এবং সংস্পর্শে সংক্রামক রােগ এবং তাদের বাহক
জলবাহিত রােগ কলেরা , টাইফয়েড , আমাশয় , কে কৃমি বাহিত রােগ , ডায়রিয়া , ইত্যাদি ।
দূষিত খাদ্য বাহিত রােগ যক্ষা , কলেরা , টাইফয়েড , ডায়রিয়া , আমাশয় , মালটা জ্বর , ইত্যাদি ।
বায়ু বাহিত রােগ যক্ষা , ইনফ্লুয়েঞ্জা , গুটি বসন্ত , ইত্যাদি ।
শারীরিক সম্পশের মাধ্যমে বাহিত রােগ গুটি বসন্ত , যৌন রােগ , এডস যা প্রত্যক্ষ বা পরােক্ষ দেহ সংস্পর্শের মাধ্যমে ঘটে ।
ত্বকে ক্ষত থেকে সৃষ্ট রােগ অ্যানথ্রাস , টিটেনাস যা উন্মুক্ত ক্ষত থেকে ছড়ায় ।
ছত্রাক এগুলি হল নিম্নশ্রেণীর উদ্ভিদ ( ক্লোরােফিল বিহীন ) । এদের মধ্যে অনেক আণুবীক্ষনিক জীবও রয়েছে যারা বাহ্যিক রােগ সৃষ্টিতে সক্ষম । এরা প্রাণী অথবা উদ্ভিদের উপর মিথােজীবী বা পরজীবীরূপে বসবাস করে । ছত্রাক যে রােগগুলি সৃষ্টি করে সেগুলি হল পা , ত্বক , চোয়াল ও বৃহদন্ত্রের সংক্রমণ । পেনিসিলিন ( একটি জীবানুনাশক ঔষধ ) একপ্রকার ছত্রাক থেকে প্রস্তুত করা হয় এবং এটি ছত্রাকঘটিত রােগ নিরাময়ে ব্যবহৃত হয় ।