গঙ্গা
উৎসস্থল = গঙ্গোত্রী হিমবাহ।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ২,৫২৫।
পতনস্থল = বঙ্গোপসাগর।
উপনদী = যমুনা , গোমতী , ঘর্ঘরা , কুশী , গণ্ডক।
গোদাবরী
উৎসস্থল = ত্রিম্বক পর্বত।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ১,৪০০।
পতনস্থল = বঙ্গোপসাগর।
উপনদী = প্রাণাহিতা , ইন্দ্রাবতী , মঞ্জিরা।
কাবেরী
উৎসস্থল = ব্রহ্মগিরি শৃঙ্গ।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ৮০৫।
পতনস্থল = বঙ্গোপসাগর।
উপনদী = হিমাবতী , বেদবতী , সিমু , ভবানী।
মহানদী
উৎসস্থল = সিয়াওয়ারা উচ্চভূমি।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ৮০০।
পতনস্থল = বঙ্গোপসাগর।
উপনদী = হাঁসদা , মান্দ , ইব।
তাপ্তী
উৎসস্থল = মহাদেব পর্বত।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ৭২৫।
পতনস্থল = কাম্বে উপসাগর।
উপনদী = পূর্ণা।
তাপ্তী
উৎসস্থল = মহাদেব পর্বত।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ৭২৫।
পতনস্থল = কাম্বে উপসাগর।
উপনদী = পূর্ণা।
ব্রহ্মপুত্র
উৎসস্থল = চেমায়ুংদুং হিমবাহ।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ২,৭০০।
পতনস্থল = বঙ্গোপসাগর।
উপনদী = তিস্তা , তোর্সা।
কৃষ্ণা
উৎসস্থল = মহাবালেশ্বর শৃঙ্গ।
দৈর্ঘ্য (কিমি) = প্রায় ১,২৯০।
পতনস্থল = বঙ্গোপসাগর।
উপনদী = তুঙ্গভদ্রা , ভীমা , ঘাটপ্রভা।
সম্পূর্ণ PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।