1764 সালে বোম্বেতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া
কোম্পানি ডাকঘর
প্রতিষ্ঠা করে
1780 সালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।
1837 সালে প্রথম ভারতীয় ডাকঘর চালু হয়।
1925 সালে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়।
1969 সালে প্রথম পারমাণবিক কেন্দ্র চালু হয় তারাপুরে।
1975 সালের উনিশে
এপ্রিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়।
1984 সালে ভারতের কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়।
1995 সালের 14
আগস্ট প্রথম ইন্টারনেট চালু হয়েছিল ভারতে (BSNL)
2016 সালের 31শে
ডিসেম্বর থেকে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে গোয়া ক্যাশলেস লেনদেন চালু করে।
ভারতের প্রথম ডিজিটাল জেলা হল নাগপুর।
সম্পূর্ণ PDF টি ডাউনলোড করুন