Daily Current Affairs in Bengali
1. জীবন অমৃত যােজনা চালু করল মধ্যপ্রদেশ
2. কাতারে ভারতীয় অ্যাম্বাসেডর হলেন দীপক মিত্তাল
3. বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেলেন
4. প্রকৃতি ওয়েব পাের্টাল চালু করল IIT Delhi
5. ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া এর শপথ গ্রহণ করলেন সুরেশ এন প্যাটেল
6. PESB এর নতুন সেক্রেটারি হলেন রাজীব কুমার The public enterprises selection board
7. PNB Housing এর সিইও হলেন নিরাজ ভ্যাস
8. 1.6 বিলিয়ন মানুষের চাকরি এখন সংকটে রিপাের্ট দিল ILO
9. আয়ুস্মান ভারত দিবস 30 শে এপ্রিল
10. ইউনাইটেড নেশনস ( UN ) এর ভারতীয় অ্যাম্বাসেডর হলেন T . S . Tirumurti
1. আন্তর্জাতিক শ্রমিক দিবস – ১লা মে
2. Extraordinary virtual G20 digital Economy Ministers Summit আয়ােজিত করল সৌদি আরব
3. গুগােল পে ইন্ডিয়া এর অ্যাডভাইজার হলেন শিখা শর্মা
4. We will win ক্যাম্পেন চালু করল Fifa স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের শ্রদ্ধা ও সম্মান জানানাের জন্য
5. লকডাউন পিরিওডে ছত্রিশগড় সব থেকে বেশি কাজ দিয়েছে শ্রমিকদের MGNREGA তে প্রায় ১৮ . ৫২ লাখ শ্রমিকদের কাজ দিয়েছে
6. দেশজুড়ে লকডাউন দু সপ্তাহ বাড়ল ৪ঠা মে থেকে শুরু করে 17 মে পর্যন্ত লকডাউন চালু থাকবে
7. মনিপুরের ব্ল্যাক রাইস ও গােরক্ষপুরে টেরাকোটা জিআই ট্যাগ পেল
8. রামায়ন সারা পৃথিবীতে সবথেকে বেশি দেখা Entertainment প্রােগ্রাম
9. Nikkei Asia Prize 2020 IIT Madras Professor T . Pradeep
10.আয়ুরক্ষা প্রােগ্রাম চালু করল দিল্লি পুলিশ
1. আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে – 3 মে
2. অতুল্য মাইক্রোওয়েভ স্টেরিলাইজার তৈরি করল ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনােলজি । তাপ উৎপাদনের দ্বারা করােনা ভাইরাস ধ্বংসের জন্য ( প্রায় 56 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করা যাবে )
3. কমনওয়েলথ ইয়ুথ গেমস বাতিল করা হলাে যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2021 সালের ত্রিনিদাদে এখন সেটি অনুষ্ঠিত হবে 2023
4. সালে কাশ্মীরের স্যাফ্রন জিআই ট্যাগ পেল ( G . I = Geographical Indication )
5. ইয়েস ব্যাংকের নতুন CRO হলেন নীরজ ধাওয়ান । CRO = Chief Risk Officer
6. MSME এর নতুন সেক্রেটারি হলেন অরবিন্দ কুমার শর্মা । MSME = Ministry of micro , small and medium enterprises )
7. কিষান সভা অ্যাপ চালু করল CSIR ( Cenral Road Research Institute )
8.ইউনিয়ন কালচার মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল ই – বুক লঞ্চ করেছে সেটির নাম – Prof . B . B . Lal India Rediscovered
1. NAM ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী । ( NAM = Non Aligned Movement )
2. মাত্র 30 সেকেন্ডে করােনা টেস্ট করার জন্য eCOVsens তৈরি করল NIAB ( NIAB = National Institute of Animal BioTechnology )
3. HDFC ব্যাংক একটি গান রিলিজ করলাে যেটির নাম হাম হার নেহি মানেঙ্গে
4. ( We Will Not Lose ) পদ্মশ্রী বিজেতা K S Nisar Ahmed মারা গেলেন
5. নাসা মঙ্গল গ্রহে প্রথম হেলিকপ্টার ব্যবহার করতে চলেছে সেটির নাম – Ingenuity . নামকরণ করেছে ভারতীয় মেয়ে
Vaneeza Rupani
6. বিখ্যাত ঐতিহাসিক R . V Smith মারা গেলেন তার গুরুত্বপূর্ণ লেখা বই Delhi : Unknown Tales of a city
7. Justice A K Tripathi মারা গেলেন
8. আফ্রিকান সােয়াইন ফ্লু আর ধরা পরলাে আসামে প্রায় আড়াই হাজার শুকর মারা গেছে ।
1. রাশিয়া ২০২০ সালের শেষে একটি স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে সেটির নাম – Arktika – M ( for Monitoring Arctic climate ) ।
2. Mukhya Mantri Shahari Rojgar guarantee yojana চালু করলাে হিমাচল প্রদেশ ( ২০০০ টাকা করে দেবে ১ লক্ষ কর্মীদের ) ।
3. COVID – Katha লঞ্চ করলাে Dr . Harsh vardhan ।
4. ফেসবুক বলিউডের সাথে পার্টনারশীপ করে লঞ্চ করলাে I for India ( এটি একটি ফান্ড শ্রমিক ভাইদের অর্থ প্রদানের জন্য ) ।
5. পুলিৎজার ২০২০ প্রাইজ পেলেন – ভারতীয় জার্নালিস্ট দর ইয়াসিন , মুক্তার খান ও চান্নি আনন্দ ।
6. ভারতীয় ডিসকাস থ্রোয়ার সন্দীপ কুমারী চার বছরের জন্য কে ব্যান করলাে WADA ( World anti doping Agency ) ।
7. Solidarity Trial চালু করছে WHO , ভারতের হয়ে অংশ গ্রহন করছে গুজরাটের ৪টি হাসপাতাল ।
8. World Asthma Day – 5 May
1. DRDO তৈরি করল আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার অতিবেগুনি রশ্মি প্রয়োগের দ্বারা বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার জন্য
2. সমুদ্র সেতু অপারেশন লঞ্চ করল ভারতীয় নৌসেনা
3. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্থগিত রাখা হলো সেটি পুনরায় হবে নভেম্বর মাসে 2021 সালে
4. Exit App চালু করল পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে যদি আটকে থাকে তারা নিজেদের রাজ্যে ফিরে আসতে পারে এর জন্য
5. আইআইটি বোম্বে এর প্রফেসর সৌরভ লোধা Young career award in nano sci & tech 2020 সম্মান পেলেন
6. ভ্লাদিমির পুতিন ওয়ার্ল্ড ওয়ার 2 মেডেল দিলেন উত্তর কোরিয়ার লিডার কিম জং-উন কে
7. UNICEF এর রিপোর্ট অনুযায়ী 2019 সালে প্রায় 19 মিলিয়ন শিশু নিজেদের ঘর ছাড়া হয়েছে বিভিন্ন কারণে
8. বন্দে ভারত মিশন চালু করল ভারত (Biggest ever evacuation exercise)
9. CHDCOVID চালু অ্যাপস চন্ডিগড় চালু করল
1. ইরাকের নতুন প্রধান মন্ত্রী হলেন – Mustafa Al kadhimi , রাজধানী – বাগদাদ
2. World Athletics Day – 7 ” May
3. Vesak Day – 7th May
4. RBI সেন্ট্রাল বাের্ডের নতুন ডিরেক্টর হলেন – তরুন বাজাজ
5. বয়স্ক মানুষদের সুরক্ষার জন্য সুরক্ষিত দাদা – দাদি এবং নানা – নানি ’ অভিযান চালু করলাে নীতি আয়ােগ
6. মুম্বাইতে COVID – 19 টেস্ট বাস চালু করলাে – IIT Alumni Council
7. ‘ আয়ুশ কবচ কভিড ‘ অ্যাপস চালু করলাে উত্তর প্রদেশ সরকার
8. কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপটেন বিজয়ন্ত থাপার জীবন কাহিনী নিয়ে লেখা বই । রিলিজ হলাে সেটির নাম – Vijayant at kargil : the life of a kargil hero
9. হিমাচল প্রদেশ এর সরকার ‘ নিঘা ’ নামক একটি প্রােগ্রাম চালু করেছে যেখানে পরিবারের সদস্যদের শিক্ষিত করা হবে ।
1. ইরানের সরকার নতুন মুদ্রা চালু করলো সেটির নাম – ‘তোমান’ আগে ছিল রিয়াল।
2. এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) ভারতে ৫০০ মিলিয়ন ডলার লোন দেবে কোভিড 19 মহামারী তে সাহায্যের জন্য।
3. লঙ মার্চ ৫ বি রকেট লঞ্চ করলো চিন ।
4. ‘আয়ুশ সন্জীবনী’ অ্যাপস চালু করলো Harsh Vardhan ।
5. তামিলনাড়ু সরকার চাকরী থেকে অবসরের মেয়াদ ৫৯ বছর পর্যন্ত করলো।
6. অভিনেত্রী দিয়া মির্জা UNEP এর গুড উইল অ্যাম্বাসেডর হলেন ২০২২ সাল অবদি (UNEP – United nations Environment Programme) ।
7. World red cross day – 8th May
8. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস – 8th May । এই বছরের থিম – The drawing of a new era for Thalassemia : Time for a global effort to make novel therapies accessible and affordable to patient.
9. মিড ডে মিল রেশন চালু করলো মধ্যপ্রদেশ
- 1.ভারত ও রাশিয়া মউ সই করলো Coking Coal মাইনিং এর জন্য রাশিয়াতে। হেড কোয়ার্টার কোল ইন্ডিয়া – কোলকাতা, CEO কোল ইন্ডিয়া – অনিল কুমার ঝা।
2. ঝাড়খণ্ডের সরকার ১ বছর পান মশলা ব্যান করে দিলো (মুখ্যমন্ত্রী – হেমন্ত সোরেন)
3.প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কৈলাস মানস সরোবরে যাওয়ার জন্য ৮০ কিমি দীর্ঘ নতুন রাস্তার উদ্বোধন করলেন
4.World Migratory Bird day – 9 May
5.আমেরিকাতে এপ্রিল মাসে প্রায় 20.5 মিলিয়ন চাকরি হারালেন কর্মচারীরা
6.করোনা ভাইরাস টেস্ট কিট সারা দেশে পৌঁছে দেবার জন্য ICMR ও india post পার্টনারশিপ করলো (India Council of Medical Research)
7.৪৮০ তম জন্মবার্ষিকী পালন হলো মহারাণা প্রতাপের। জন্ম ৯ই মে ১৫৪০, (ইতিহাসের সবচেয়ে সাহসী রাজা)।
8.‘Pravasi Raahat Mitra’ অ্যাপস চালু করলো উত্তরপ্রদেশ সরকার
(উত্তরপ্রদেশের গর্ভনর – আনন্দিবেন প্যাটেল)
9.Moody’s রিপোর্ট অনুযায়ী ২০২০-২১ সালে ভারতের GDP গ্রোথ রেট হবে শূন্য(zero) ।
10.প্রাপ্তন খেলোয়ার কুমার সাজ্ঞাকারা দ্বিতীয় বারের জন্য MCC এর প্রেসিডেন্ট হলেন MCC – Marylebone Cricket Club
1.আগামী দুই বছরে ভারতে রোড নির্মাণের জন্য 15 লক্ষ কোটি টাকা টার্গেট করা হলো ঘোষণা করলেন Nitin Gadkari ।
2.Digital in India এর রিপোর্ট অনুযায়ী গ্রামগঞ্জে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়াল 227 মিলিয়ন।
3.ভারতে Unemployment রেট বেড়ে দাঁড়াল 27.11 শতাংশ (কোভিড-19 মহামারীর জন্য)।
4.এই বছর ভারত 89122 কোটি টাকা সাশ্রয় করেছে এনার্জি এফিসিয়েন্সির দ্বারা।
5.করোনাভাইরাস অ্যান্টিজেন টেস্ট এর অনুমতি দিল আমেরিকা।
6.CSIR কোভিড 19 ওষুধ তৈরীর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল। ওষুধ টি হলো – Favipiravir। (CSIR – THE COUNCIL FOR SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH)
7.Mothers day – 10 May
8.তামিলনাড়ু সরকার Dr. C Rangarajan নির্দেশে উচ্চস্তরের কমিটি গঠন করেছে। লকডাউন পিরিওডে রাজ্যের অর্থনৈতিক অবস্থার তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি প্রভাব মূল্যায়ন করার জন্য
1. “Mission Sagar” চালু করলো ভারত।
(ভারত ৫ টি দেশে চিকিৎসা সহায়তা করবে । (1.Maldives 2.Mauritius 3.Madagascar 4.Comoros 5.Seychelles)
2. ‘COVID KAVACH ELISA’ তৈরী করলো NIV (National Institute of Virology) [এটি একটি অ্যান্টিবডি ডিটেক্ট করার টেস্ট কিট]
3. National Technology Day -11 May
4. 2021 সাল পর্যন্ত FIH এর প্রেসিডেন্ট থাকবেন Narinder Batra ( FIH = Internation Hockey Fedaration )
5 কোভিড-19 ভ্যাকসিন তৈরী করার জন্য ICMR , Bharat BioTech এর সঙ্গে Tie up করলো। (ICMR = Indian Council For Medical Research)
6. সারা পৃথিবীতে টুরিজ্যম সেক্টর 1.2 ট্রিলিয়ন ক্ষতির মুখে জানালো – World Tourism Organization
7. ‘Own Online’ প্ল্যাটফর্ম চালু করলো Mahindra & Mahindra [CEO = পবন গোয়েস্কা]
8. বিশিষ্ট ঐতিহাসিক হরিশঙ্কর বাসুদেবন মারা গেলেন
9. ‘আরোগ্য সঞ্জীবনী’ হেলথ ইন্সুরেন্স চালু করলো SBI
1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন
2. International Nurses day – 12 May
(এই বছরের থিম – Nursing the world to health)
3. FIR Aapke Dwar Yojana চালু করল মধ্যপ্রদেশ সরকার (মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান)
4. রবীন্দ্রনাথ ঠাকুরের 159 তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মান জানানোর জন্য ইজরায়েল একটি রাস্তার নাম রাখল – Tagore Street
5. MNRE এর নতুন সেক্রেটারি হলেন শেখর চতুর্বেদী (MNRE – ministry of new and renewable energy)
6. ভরসা হেল্পলাইন চালু হল উড়িষ্যার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে (চালু করলেন HRD minister – Ramesh pokhriyal nishank)
7. DRDO তৈরি করল UV SYSTEM বিভিন্ন বৈদ্যুতিক গ্যাজেট স্যানিটাইজ করার জন্য
8. SwasthVayu ভেন্টিলেটর তৈরি করল NAL (NAL- National aerospace laboratories)
9. বেঙ্গালুরু বিমানবন্দর ভারত ও মধ্য এশিয়ার সেরা আঞ্চলিক বিমানবন্দরের তকমা পেল
1. ভারতের হয়ে প্রথম Fed Cup Heart Award পেলেন সানিয়া মির্জা
2. CBSE এর নতুন চেয়ারম্যান হলেন মনোজ আহুজা (CBSE = Central Board of Secondary Education) (H.Q- New Delhi)
3. ঝাড়খণ্ডের Sobrai Khovar Painting এবং তেলেঙ্গানার Telia Rumal – GI tag পেলো ( geographical Indication )
4. ভারত ও বাংলাদেশের মধ্যে ভার্চুয়াল কনফারেন্স করলো – ASSOCHAM (Associated Chambers of Commerce and Industry of India)
5. FIDE chess.com অনলাইন দাবা খেলায় জয়ী হলো চীনের দল (ভারতের স্থান পঞ্চম)
6. প্রাক্তন টেবিল টেনিস প্লেয়ার মানমিত সিং মারা গেলেন
7. FIFA U -17 মহিলা ফুটবল বিশ্বকাপ স্থগিত রাখল, (খেলাটি হবার কথাছিলো ২০২০ সালে ভারতে , এখন হবে২০২১ সালে ভারতে)
8. ভারতের প্রথম Hot Air Seam Sealing মেশিন চালু করলো গুজরাট ( চালু করলেন – বিজয় রুপানী )
9. পরবর্তী WIPO এর ডিরেক্টর জেনারেল হতে চলেছেন Daren Tang (World Intellectual Property Organization)
10. উত্তরপ্রদেশ সরকার, চলতি অধিবেশন 2020-21 এ সরকারী কর্মচারীদের সমস্ত বদলি নিষিদ্ধ করেছে
1. Global energy transition index এর রিপোর্ট অনুযায়ী এই বছরে ভারতের স্থান – 74 রিপোর্টটি তৈরি করে-ওয়ার্ল্ড ইকনোমিক ফরুম (WEF)।
2. HOPE (Helping out people everywhere) পোর্টাল চালু করল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (বেকার যুবকদের চাকরি পেতে সাহায্য করবে এই পোর্টালটি)।
3. ‘জল জীবন মিশন’ চালু করতে চলেছে জম্মু-কাশ্মীর ও হরিয়ানার সরকার (প্রতিটি গ্রামে পানীয় জল পৌঁছে দেবার জন্য)।
4. আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর জেনারেলহলেন ভি. বিদ্যাবতী।
5. ‘United we fight’ গানটি লঞ্চ করল ICCR (Indian council for cultural relations)
6. ট্রেনে যাত্রা করতে হলে ‘আরোগ্য সেতু’ অ্যাপস মোবাইলে থাকা বাধ্যতামূলক করলো ভারতীয় রেলওয়ে।
7. সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতালি তৈরি করল iFell You ব্রেসলেট
8. NDB (New development Bank) 1 বিলিয়ন ডলার লোন দেবে ভারতকে করোনা মোকাবিলায় সাহায্যের জন্য।
9. গ্র্যামি অ্যাওয়ার্ড বিজেতা বিখ্যাত গায়িকা Betty Wright মারা গেলেন
1. WTO এর চিফ Roberto Azevedo পদত্যাগ করলেন (World Tradeorganisation)
2. বিশ্ব পরিবার দিবস – 15 মে
3. ইউরোপের প্রথম করোনাভাইরাস মুক্তদেশ স্লোভেনিয়া।
4. COBAS 6800 কোভিড -19 অটোমেটিক টেস্টিং মেশিন যেটি ইন্সটল করা হলো দিল্লির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে (National centre for disease control Delhi)।
5. মেমোরিয়াল রোলিং ট্রফি 2020 পেলেন ভাইস অ্যাডমিরাল G N Hiranandani ।
6. দ্বিতীয় বার Extra ordinary G20 virtual trade and investment ministerial meeting আয়োজন করল সৌদি আরব ভারতের অংশগ্রহণ করেছে পীযূষ গোয়েল।
7. SCO মিনিস্টার মিটিংয়ে ভারতের হয়ে অংশগ্রহণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Shanghai cooperation organisation)।
8. বিশ্ব ব্যাংক সোশ্যাল প্রটেকশনের জন্য 1 বিলিয়ন ডলার দেবে ভারতকে।
9. ‘মাটির সৃষ্টি’ প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার
1. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন বানরের উপর সঠিক ভাবে কাজ করছে
2. বঙ্গোপসাগরে সৃষ্টি হলো নতুন ঝড় যেটির নাম – সাইক্লোন আম্ফান
3. International Day of light -16 May।
4. সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার জয়ী বাঙালি লেখক দেবেশ রায় মারা গেলেন
তার লেখা শ্রেষ্ঠ উপন্যাস – তিস্তা পারের বৃত্তান্ত।
5. ‘আত্মনির্ভর গুজরাট সহায় যোজনা’ চালু করল গুজরাটের সরকার (খুব কম সুদে ১ লক্ষ টাকা অবধি লোন দেওয়া হবে)।
6. Armed Forces Day (America )- 16May
7. GOAL প্রোগ্রাম চালু করলো অর্জুন মুন্ডা উপজাতি যুবকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করার জন্য , (GOAL – Go Online As Leaders)।
8. Thermal Corona Combat Headgear চালু করলো দিল্লি পুলিশ
9. আমেরিকা ভারত কে ভেন্টিলেটর দান করতে চলেছে বিনামূল্যে।
10. ভারত সরকার এবং AIIB পশ্চিমবঙ্গে সেচ পরিষেবা ও বন্যা ব্যবস্থাপনায় উন্নতির জন্য 145 মিলিয়ন ডলার চুক্তি করলো। (AIIB = Asian infrastructure investment bank )
১. করোনা রুখতে চারটি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষা চলছে,
সেগুলিহল-(1.Ashwagandha 2. Yashtimadhu 3.Guduchi + Pippali 4. AYUSH-64)।
২. FRA 2020 এর রিপোর্ট অনুযায়ী 2015 থেকে 2020 সাল অবদি প্রায় 10 মিলিয়ন হেক্টর বনক্ষয় হ্রাস পেয়েছে (রিপোর্টটি তৈরি করে আমেরিকার খাদ্য ও কৃষি সংস্থা)।
৩. WESP এর রিপোর্ট অনুযায়ী 2020 সালে ভারতের GDP গ্রোথ রেট থাকবে 1.2% (WESP – The World Economic Situation and Prospects)।
৪. ‘রাজীব গান্ধী কিষান ন্যায় যোজনা’চালু করলো – ছত্রিশগড় সরকার।
(5100 কোটি টাকা সরকার ইনভেস্ট করবে গ্রামীণ এলাকায়)।
৫. World Telecommunication Day- 17 May
৬. ফেসবুক কিনে নিলো Giphy কে (Giphy একটি ওয়েবসাইট যারা অ্যানিমেশন ছবি ও GIF তৈরী করে)।
৭. জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর হলো Zubair Iqbal (তিনি বর্তমানে HDFC ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)।
৮. Lightweight Carbon Foam তৈরী করলেন ড: রাজীব কুমার (এটি ব্যাবহার করা হবে অ্যাসিড ব্যাটারিতে)।
৯. লকডাউন 4.0 – মেয়াদ বাড়লো 31মে অবদি ।
১০.ADB এর হিসাব অনুযায়ী কোভিড – 19 মহামারীতে বিশ্বব্যাপি প্রায় 8 ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। (Asian Development Bank)
১. পঞ্চম বারের জন্য ইজরায়েল এর প্রধানমন্ত্রী হলেন – বেঞ্জামিন নেতানিয়াহু (রাজধানী – জেরুজালেম) (মুদ্রা – সেকেল)
২. International museum day – 18 May
(এই বছরের থিম – Museum for equality diversity and inclusion)
৩. Wuhan diary : dispatched from quarantined City বইটি লিখলেন চাইনিজ লেখক – Fang Fang।
৪. World hypertension day – 17 may।
৫. World Telecommunication Day- 17 May।
৬. Iran’s OPEC গভর্নর Hossein Kazampour Ardebili মারা গেলেন। (OPEC – organisation of the petroleum exporting countries)
৭. দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের তাদের রাজ্যে ফিরিয়ে দেয়ার জন্য ‘অনলাইন ড্যাশবোর্ড’ চালু করল – NDMA (national disaster management authority)
৮. ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিম এর অনুমোদন দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (400 কোটি টাকার এই স্কিমে বেসরকারি কোম্পানি গুলি সরকারি ব্যয়ে আগ্নেয়াস্ত্র ইলেকট্রনিক্স ইত্যাদি ব্যয়বহুল পরীক্ষার সুযোগ পাবে)।
৯.ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়ালো, মৃত্যু হয়েছে প্রায় 3000 জনের, রিকভারি করেছে
প্রায় 39 হাজার জন
১. Kotak Mahindra Bank ভারতের প্রথম ব্যাংক যারা ভিডিও KYC চালু করল (H.Q – Mumbai, director and CEO Uday Kotak)
২. ‘H.A.C.K’ প্রোগ্রাম চালু করল কর্নাটকের সাইবার সিকিউরিটি।
৩. ‘চরণ পাদুকা ক্যাম্পেন’ চালু করল মধ্যপ্রদেশ শ্রমিকদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত করার জন্য।
৪. মুখের লালা দ্বারা বলকে উজ্জ্বল করা সম্পূর্ণরূপে ব্যান করল আইসিসি (আইসিসির চেয়ারম্যান – শশাঙ্ক মনোহর)।
৫. ‘INLCU L57’ যুদ্ধজাহাজ তুলে দেয়া হলো ভারতীয় নৌসেনার হাতে পোর্ট ব্লেয়ারে।
৬. NAREDCO এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন – রাজেশ গোয়েল (National real estate development council)
৭. লাদাখ সম্পূর্ণরূপে কোভিড19 মুক্ত, যত অ্যাক্টিভ কেস ছিল সেগুলি সম্পূর্ণরূপে রিকোভারি করেছে।
৮. আলিবাবা এর প্রতিষ্ঠাতা জ্যাক মা softbank board থেকে পদত্যাগ করলেন।
৯. 73 তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেমব্লির মিটিং হল ভিডিও কনফারেন্সের দ্বারা, (ভারতে অংশগ্রহণ করেছে ড: হর্স বর্ধন)।
১০.মারাঠি লেখক রত্নাকর মতকারী মারা গেলেন (তিনি সাহিত্য অ্যাকাডেমি ও সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার জিতেছেন)
১. সাউথ সেন্ট্রাল রেলওয়ে কোভিড-19 রোগীদের দেখাশোনার জন্য নতুন একটি রোবট তৈরি করল সেটির নাম -Rail- bot
২. Ruskin bond তার 86 তম জন্মদিনের নতুন একটি বই রিলিজ করলেন সেটির নাম hop on : my adventures on boats trains and planes।
৩. World BEE day 20 May।
৪. ভারতীয় রেলওয়ের সবথেকে শক্তিশালী 12000 হর্সপাওয়ারের রেল ইঞ্জিন তৈরি করল ফ্রান্সের কোম্পানি Alstrom। (ইঞ্জিনটি চলবে উত্তরপ্রদেশের দিন দয়াল উপাধ্যায় স্টেশন থেকে শিবপুর স্টেশন অবদি)।
৫. National test Abhyas মোবাইল অ্যাপস টি চালু করলো এইচ আর ডি human resources development
৬. Alexander dalrymple award 2019 জিতলেন ভাইস অ্যাডমিরাল বিনয় বাধ ওয়ার
৭. জয়তু ভারতম গানটি গাইলেন 200 জনেরও বেশি গায়ক-গায়িকা মিলে আত্মনির্ভর ভারতের জন্য
৮. সাইক্লোন আমফান সুপার সাইক্লোন এ পরিণত হয়েছে। (hit Odisha and West Bengal)
৯. WHO assembly তে 2 বিলিয়ন ডলার দান করতে চলেছে চিন।
১. বিশ্ব জীববৈচিত্র্য দিবস – 22 May।
২. ‘SUKOON- Covid-19 Beat the stress’ চালু করল জম্মু ও কাশ্মীর।
৩. স্টিল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর নতুন প্রেসিডেন্ট হলেন – Dilip Oommen ।
৪. বিশ্ব চা দিবস – 21 May।
৫. বিশ্ব ব্যাংক গ্রুপের নতুন চিফ ইকনোমিস্ট হলেন Carmen Reinhart।
৬. World day for cultural diversity for dialogue and development – 21 may।
৭. কোভিড – 19 কেস সারাবিশ্বে 5 মিলিয়ন ছড়ালো।
৮. ‘মি অন্নপূর্ণা’ চালু করল মহারাষ্ট্র (integrated risk
insurance)।
৯. Anti-terrorism day – 21 May।
১০.‘দিদি ভেইকেল সার্ভিস’ চালু করল মধ্যপ্রদেশ (A lifeline for
pregnant rural women)।
১. আমফান বিপর্যয়ের জন্য 1000 কোটি টাকার ফান্ড দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
২. ‘রাজীব গান্ধী কিষান ন্যায় যোজনা’ চালু করল ছত্রিশগড়।
৩. NTPC ও ONGC পুনর্নবীকরণযোগ্য শক্তি (Renewable energy) ব্যবসায়ের জন্য একটি মউ স্বাক্ষর করলো।
৪. ‘Online master program in Hindi’ চালু করলো HRD মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
৫. UNICEF ও Airtel আফ্রিকা কোভিড-19 দ্বারা আক্রান্ত শিশু এবং পরিবারগুলোকে সহায়তা করার জন্য একসাথে পার্টনারশিপ করল।
৬. WHO এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হতে চলেছেন ডঃ হর্স বর্ধন।
৭. ‘UP STAND-UP FUND’ চালু করল উত্তরপ্রদেশ সরকার।
৮. উড়িষ্যার কোনারক সূর্য মন্দির এবং শহরকে সম্পূর্ণ সৌখিন করনের জন্য কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করল)।
৯. চীনের এই বছরের ডিফেন্স বাজেট 179 বিলিয়ন ডলার।
১০.USA নিজেদের withdrawal করে নিল ওপেন স্কাই ট্রিটি থেকে।
১. লোকসভাতে খনিজ আইন সংশোধনী বিল পাস হলো, (বর্তমানে লোকসভার আসন সংখ্যা 543)।
২. গ্রিন এনার্জি সরঞ্জামের ওপর 20 শতাংশ আমদানি শুল্ক বাড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (যেমন – Solar Cell)।
৩. Cyber Safety- A handbook for students In pursuit of excellence বইটি রিলিজ করলেন HRD মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
৪. বিশ্ব কচ্ছপ দিবস – 23 May ( world Turtle Day )।
৫. ‘Everybody Will Get Employment’ – স্কিম চালু করল মধ্যপ্রদেশ।
৬. ‘Fever Clinics’– চালু করতে চলেছে মধ্যপ্রদেশ।
৭. ICMR হাইড্রক্সিক্লোরোকুইন সঠিকভাবে ব্যবহার করার জন্য সঠিক পরামর্শ দিল।
৮. জাহ্নবী ফুকান FICCI এর লেডিস অরগানাইজেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট
হিসাবে নিযুক্ত হলেন। (Federation of Indian Chambers of Commerce and Industry)।
৯. PPE উৎপাদনের সারা বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত, (প্রথম স্থান চীন), (PPE – Personal Protective equipment)।
১০. Gaganyaan মিশনের জন্য যে চারজন ভারতীয় মহাকাশচারী কে ট্রেনিংয়ের জন্য রাশিয়াতে পাঠানোর কথা ছিল সেটি স্থগিত রাখা হলো COVID-19 মহামারীর জন্য ।
১. জাপানের টেনিস তারকা নোয়ামি ওসাকা বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত মহিলা ক্রীড়াবিদ।
২. Crude oil আমদানি 8.9 শতাংশ হ্রাস পেয়েছে।
৩. ” ASK Ayshman ” নামক চ্যাট বট চালু হল হোয়াটসঅ্যাপে । (চালু করল ডঃ হর্স বর্ধন)।
৪. বিশ্বব্যাংকের ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার ম্যানেজমেন্ট পদে নিযুক্ত হলেন Abbas jha।
৫. Commonwealth day – 24 may
৬. 1.34 শতাংশ Jio এর stake কিনলো নিউইয়র্ক এর general Atlantic।
৭. মৌমাছি পালনের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্র (এটি আত্মনির্ভর ভারত অভিযানের আওতার মধ্যে)
৮. ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ(ICMR) ঘোষণা করেছে যে প্রতিরোধ ক্ষমতাও উন্নত করতে হাইড্রোক্সিক্লোরোকুইন এর থেকে kangra চা বেশি কার্যকরী।
৯. জাপান চালু করল নতুন স্পেস অপারেশন ” Squadron ” (জাপানের স্যাটেলাইট রক্ষার জন্য)।
১০. COVID–19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের শীর্ষ দশটি আন্তর্জাতিক উদ্যোগের মধ্যে মনিপুরের ‘খুদল’ স্থান পেল।
১. ‘Restart Package’ চালু করল অন্ধ্রপ্রদেশ (ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পের সাহায্যের জন্য)।
২. প্রাক্তন বিখ্যাত হকি তারকা মারা গেলেন বলবীর সিং (তিনবার অলিম্পিকে সোনাজয়ী)।
৩. NBA-UNDP ইন্ডিয়া বায়োডাইভারসিটি সমরক্ষা ইন্টারশিপ প্রোগ্রাম চালু করলো – প্রকাশ জাভেদকর।
৪. ‘শ্রম সিদ্ধি ক্যাম্পেইন’ চালু করলো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্ত শ্রমিকদের কাজ দেয়ার জন্য।
৫. ভোডাফোনের নতুন চেয়ারম্যান হতে চলেছেন – Van Boxmeer
বর্তমানে ভোডাফোনের সিইও – Brawer Heineken
৬. উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী নই পাল সিং মারা গেলেন
৭. ‘Hunar haat’ চালু হতে চলেছে সেপ্টেম্বর থেকে (থিম – local to global)।
৮. DSDRC এর প্রেসিডেন্ট হলেন সঙ্গীতা ডিঙ্গরা (Delhi state consumer dispute redressal)।
৯. RITES 24 শতাংশ স্টেক কিনলো IRSDC এর, (RITES – Rail India Technical and Economic Service ) , (IRSDC – The Indian Railway Stations Development Corporation)।
১০. পুনের ঔষধ কোম্পানি NOVALEAD করোনা আক্রান্ত মানুষদের দ্রুত সুস্থ করার জন্য অ্যান্টি প্যারাসাইটিক ঔষধ এর ট্রায়াল শুরু করলো।
১. Navrakshak PPE Kit তৈরি করল ভারতীয় নৌসেনা। (PPE – Personal protective equipment)
২. আয়না (AINA) অ্যাটেনডেন্স সিস্টেম তৈরি করল ডিআরডিও, (AI based attendance application)।
৩. Inventor of the year অ্যাওয়ার্ড পেলেন রাজিব জোশি।
৪. সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন পাইপলাইন সিস্টেম চালু করল বিহার সরকার।
৫. Number 18 ফ্লাইং বুলেট লঞ্চ করল ভারতীয় বায়ুসেনা।
৬. ভারত মিলিটারি ওয়ার গেম সেন্টার তৈরি করতে চলেছে উগান্ডাতে, (এই ওয়ার গেম সেন্টারের নাম রাখা হল – ‘INDIA’)।
৭. 2020 সালে গম উৎপাদনের পরিমাণ 2019 সালের উৎপাদনের থেকে বেশি হল (2019 – 341.31 লক্ষ টন, 2020 – 341.56 লক্ষ টন)।
৮. জাপানিস pro wrestler হানা কিমুরা মারা গেলেন।
৯. World thyroid day – 25 May
১০. International Missing Children Day – 25 May
১. ‘ইউ এন মিলিটারি জেন্ডার এডভোকেট অ্যাওয়ার্ড’ পেলেন ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি।
২. ‘PM ভায়া বন্দনা যোজনা’ বয়স্ক লোকেদের জন্য চালু করল LIC।
৩. ‘বন ধন স্কিম’ চালু করলো রাজস্থানের department of science and technology।
৪. Sports authority of India (SAI) এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত সন্দীপ মুকুন্দ প্রধান
আরো দু বছরের জন্য নিযুক্ত থাকছেন।
৫. শিশুদের জন্য ‘The Ickabog’ নামক বই রিলিজ করলেন জেকে রাউলিং,
(জেকে রাউলিং হলেন হ্যারি পটারের স্রষ্টা)
৬. 440 মিটার লম্বা Chamba tunnel এর উদ্বোধন করলেন নীতিন গড়করি।
৭. CatchUp অ্যাপ্লিকেশন চালু করল ফেসবুক এটি একটি কলিং অ্যাপ্লিকেশন।
৮. .সম্প্রতি প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী রামকিংকর বেইজের ১১৫তম জন্মবার্ষিকী পালন করা হলো।
৯. আফ্রিকান দেশ নাইজারে ভারতীয় অ্যাম্বাসেডর হলেন – PK Nair
(নাইজার রাজধানী – নিয়ামে , মুদ্রা – CFA franc) ।
১০. আর্মি কমান্ডার কনফারেন্স হল নিউ দিল্লি তে।
১. শান্তি রক্ষী দিবস – 29 May
২. ‘আরোগ্য সেতু’ পৃথিবীর সবথেকে বড়ো ট্রাকিং অ্যাপ্লিকেশন
( 40 দিনে ব্যবহারকারীর সংখ্যা 11 কোটি 40 লক্ষ)
৩. Fitch এর রিপোর্ট অনুযায়ী ভারতের GDP গ্রোথ রেট 2021 সালে হবে5%।
৪. World menstrual hygiene day — 28 May।
৫. Oriental Insurance Company এর নতুন চেয়ারম্যান হলেন SN Rajeswari
৬. NDB (New Development bank) এর পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন “Marcos Troyjo”।
৭. ‘পাই (PAi)’ চ্যাটবট চালু করলো NPCI ( National Payment Corporation of India)।
৮. প্রাক্তন তামিলনাড়ুর ফুটবলার ও কোচ R . Shanmugam মারা গেলেন।
৯. পদ্মশ্রী বিজেতা উর্দু লেখক মুজতবা হোসেন মারা গেলেন, বিখ্যাত বই (jaise dekha jaise paya)
১০. Light – Weight Alloy তৈরি করেছে IIT Madras , বর্তমানে গাড়িতে ব্যবহৃত স্টিল ও অ্যালুমিনিয়ামের বদলে এটি ব্যবহার করা হবে।
১. 22 তম FSDC এর মিটিং হল নিউ দিল্লি তে সভাপতিত্ব করলেন নির্মলা সীতারামন (The financial stability and development council)
২. ‘ছত্রিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী মারা গেলেন
৩. কেরালার প্রথম মহিলা DGP হলেন R Sreerekha ।
৪. 36 তম ন্যাশনাল গেমস স্থগিত রাখা হলো COVID-19 এর জন্য, শেষবার ন্যাশনাল গেমস হয়েছে কেরালাতে 2015 সালে ।
৫. World digestive health day – 29 May
৬. Christophe Merieux prize জিতলেন সাউথ আফ্রিকার আব্দুল করিম (Quarraisha Abdool Karim )।
৭. World hunger day – 28 May ।
৮. Wipro এর নতুন CEO হতে চলেছেন Thierry delaporte (বর্তমানে Wipro চেয়ারম্যান রিসাদ প্রেমজি) ।
৯. মহারাষ্ট্রের রাস্তাঘাট সঠিকভাবে নির্মাণের জন্য ADB 177 মিলিয়ন ডলার লোন দিল (Asian development Bank) (ADB president – M. Asakawa)।
১০. Cap Gemini group এর নতুন CEO হলেন Aiman Ezzat ।
১. World no tobacco day – 31 May
২. মিসাইল পার্ক ‘অগ্নিপ্রস্থ’ তৈরি করা হলো অন্ধ্রপ্রদেশের আইএনএস কলিঙ্গ তে।
৩. আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(ASI) ভিয়েতনামের ‘Cham’ মন্দিরে 1100 বছরের পুরনো শিবলিঙ্গ খুঁজে পেল।
৪. ‘রোজগার সেতু স্কিম’ চালু করলো মধ্যপ্রদেশ সরকার।
৫. ছত্রিশগড়ে ‘জল জীবন মিশন’ এর সঠিক রূপায়ণের জন্য 445 কোটি টাকা বরাদ্দ হলো, (এই মিশনে 2021 সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে পানীয় জলের সংযোগ করা হবে)।
৬. পৃথিবীর সবথেকে বড় ইলেকট্রিক এরোপ্লেন তৈরি হল সেটির নাম – Cessna Caravan।
৭. Indigo কোম্পানির নতুন ডিরেক্টর হলেন – Venkataramani Sumantran।
৮. দৌড়বিদ কিরঞ্জীত কৌর কে 4 বছরের জন্য ব্যান করল WADA (world athletics anti-doping agency)।
৯. International Everest day – 29 May
১০. মুখ্যমন্ত্রী রোজগার যোজনা’ চালু করল উত্তরাখণ্ডের সরকার।