1) মেসোপটেমিয়ার আদিবাসীরা ভারতকে কি নামে চিনত ? – মেলুহা ।
2) সবথেকে বেশি সংখ্যক মন্ত্র কোন বেদে সংকলিত আছে ? – ঋকবেদে ।
3) হাতির পায়ের হাড় পাওয়া গিয়েছে কোন সভ্যতায় ? – কালিবঙ্গানে।
4) কাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি . লিট সম্মানে সম্মানিত করা হল ? – প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ।
5) বিটুমেন দিয়ে তৈরি ঝুড়ি কোন সভ্যতায় পাওয়া গিয়েছে ? – মেহেরগড় সভ্যতায়।
6) কোন সভ্যতায় মৃতদেহকে হাটু মুড়ে শোয়ানো হত ? – মেহেরগড় সভ্যতায় ।
7) বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলী কার সমসাময়িক ছিলেন ? – পুষ্যমিত্র শুঙ্গ ।
8) কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত ? – তামিল ।
9) কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছে ? – ১৯৭৪ সালে ।
10) কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন ? – সংস্কৃত ভাষায় ।
11) কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ? – ঋকবেদে ।
12) ‘ আইহোল প্রশস্তি ’ কে রচনা করেন ? – রবিকীর্তি ।
13) ‘ প্রবন্ধ চিন্তামণি ‘ গ্রন্থটি কে রচনা করেন ? – মরতুগ্ধ ।
14) গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে ? – শশাঙ্ক।
15) কোন জাতির মানুষ প্রধানত সিন্ধু সভ্যতা গড়ে তোলার জন্য দায়ী ? – মেডিট্যারেইনিয়ান।
16) ‘রোগনিশ্চয় ’ গ্রন্থটি কার রচিত ? – মাধবকর ।
এই PDF টি Download করতে নিচের লিংকে ক্লিক করুন ।