সালোকসংশ্লেষের
স্থান
মূল — গুলঞ্চ, অর্কিড
কাণ্ড — পুঁই, ফণিমনসা
পাতা — সবুজ পাতা
বৃতি — ফুলের সবুজ বৃতি
দল — আতা, কাঠালিচাপার সবুজ দল
ত্বক — কাঁচা ফলের ত্বক
সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ → পাতা
সালোকসংশ্লেষের প্রধান স্থান → মেসোফিল কলা
সালোকসংশ্লেষকারী অঙ্গানু → ক্লোরোপ্লাস্ট
সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়ার
ঘটনাস্থল → ক্লোরোপ্লাস্টের
গ্রানা
সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার ঘটনাস্থল → ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা
সালোকসংশ্লেষকারী একক → কোয়ান্টজোম বা
ক্লোরোফিল অণু
সালোকসংশ্লেষকারী রঞ্জক → ক্লোরোফিল
সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী
→ ক্রাইস্যামিবা,
ইউগ্লিনা
সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ → সমস্ত রকম ছত্রাক,
স্বর্ণলতা
সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটিরিয়া
→ রোডোসিউডোমোনাস,
রোডোম্পাইরিলাম
সালোকসংশ্লেষের দুটি দশা → আলোক দশা ও অন্ধকার দশা
সম্পূর্ণ PDF টি ডাউনলোড করুন